ভারতীয় ফুটবল দল।
ছবি: টুইটার
মানামা: বাহরিনের পর বেলারুশের কাছেও হার ভারতের। ফিফা ফ্রেন্ডলি (FIFA Friendlies) পর্ব মোটেও ভালো গেল না স্টিম্যাচের ছেলেদের। পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হেঁটে ব্যর্থ ভারতীয় দলের (Indian Football Team) কোচ ইগর স্টিম্যাচ। বাহরিনের কাছে প্রথম ম্যাচে ১-২ গোলে হেরেছিল ভারত। এ বার বেলারুশের কাছে ৩ গোল হজম করলেন গুরপ্রীতরা। এএফসি এশিয়ান কাপের আগে এই ফর্ম নিঃসন্দেহে দুশ্চিন্তায় রাখবে ভারতীয় ফুটবল দলকে। দলনায়ক সুনীল ছেত্রী ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যাননি। বেলারুশের বিরুদ্ধে প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধেই ৩ গোল হজম ভারতের। জুনেই শহরে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার রাউন্ডের ম্যাচ রয়েছে ভারতের। ২০১২ সালের পর উয়েফার কোনও দলের বিরুদ্ধে ম্যাচ খেলে ব্লু টাইগার্স। ২০১২ সালে আজারবাইজানের বিরুদ্ধে খেলেছিল ভারত। দেশের জার্সিতে এদিন অভিষেক হয় হোরমিপাম রুইভার।
চোটের জন্য লিস্টন কোলাসো আর জিকসন সিংকে ছাড়াই দল সাজিয়েছিলেন ইগর স্টিম্যাচ। ক্লাবের এএফসি ম্যাচের প্রস্তুতি থাকায় রাহুল ভেকেও ছিলেন না বেলারুশের বিরুদ্ধে ম্যাচে। খেলার ৭ মিনিটেই ফ্রিকিক পায় বেলারুশ। ১৮ গজ বক্সের বাইরে ফাউল করে ভারত। কিন্তু বেলারুশের সেই প্রচেষ্টা রুখে দেন গুরপ্রীত সিং সান্ধু। দেশের হয়ে এ দিন ৫০তম ম্যাচ খেলেন গুরপ্রীত।
FULL-TIME! The game comes to an end, as Belarus take the victory on the night.
?? 3-0 ??
? https://t.co/b9t6aw12aO
✍️ https://t.co/GUk923lh1v#BLRIND ⚔️ #BackTheBlue ? #BlueTigers ? #IndianFootball ⚽ pic.twitter.com/mKyOKV3oXG— Indian Football Team (@IndianFootball) March 26, 2022
India fall to Belarus in international friendly
Read ? https://t.co/UHOLCsFCIo#BackTheBlue ? #BlueTigers ? #IndianFootball ⚽ pic.twitter.com/g6myj5FdZs
— Indian Football Team (@IndianFootball) March 26, 2022
৩৯ মিনিটে বেলারুশের বক্সে পৌঁছে গিয়েছিলেন মনবীর সিং। যদিও তাঁর প্রচেষ্টা কাজে দেয়নি। ফিফা ক্রমতালিকায় ৯৪ নম্বরে রয়েছে বেলারুশ। খেলার ৪৮, ৬৮ আর ৯২ মিনিটে গোল বেলারুশের। গোলদাতা আর্টসেম, সালাভেই, ভ্যালেরি।
আরও পড়ুন: Christian Eriksen: হৃদরোগে আক্রান্ত হওয়ার ৯ মাস পর স্বপ্নের প্রত্যাবর্তন