IPL 2022 LSG Fixtures: দেখে নিন আইপিএল-১৫-তে লোকেশ রাহুলের লখনউয়ের সূচি
Image Credit source: LSG Twitter
লখনউ: আইপিএলের (IPL) মঞ্চে এ বার আত্মপ্রকাশ হতে চলেছে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants)। এ বারের আইপিএলে যে দুটি নতুন দল খেলতে চলেছে তার মধ্যে একটি হল লখনউ সুপার জায়ান্টস। এবং দ্বিতীয়টি হল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই নতুন দল। সাত হাজার কোটি টাকা দিয়ে দল কিনে চমক দিয়েছিলেন কলকাতার ব্যবসায়ী সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। এরপর ড্রাফ্টিং থেকে জাতীয় দলের সহ-অধিনায়ক কেএল রাহুলকে (KL Rahul) ক্যাপ্টেন বেছে নেয় লখনউ। পাশাপাশি অস্ট্রেলিয়ার অল রাউন্ডার মার্কাস স্টোইনিস ও তরুণ ভারতীয় স্পিনার রবি বিষ্ণোইকে দলে তুলে নেয় লখনউ।
এ বারের আইপিএলের গ্রুপ পর্বে লখনউ সুপার জায়ান্টস খেলবে মোট ১৪টি ম্যাচ। কবে, কখন, কোথায় হবে লখনউয়ের গ্রুপ পর্বের ম্যাচ, দেখুন সূচি….
২৮ মার্চ – বনাম গুজরাত টাইটান্স (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
৩১ মার্চ – বনাম চেন্নাই সুপার কিংস (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
৪ এপ্রিল – বনাম সানরাইজার্স হায়দরাবাদ (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
৭ এপ্রিল – বনাম দিল্লি ক্যাপিটালস (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
১০ এপ্রিল – বনাম রাজস্থান রয়্যালস (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
১৬ এপ্রিল – বনাম মুম্বই ইন্ডিয়ান্স (ব্র্যাবোর্ন, বিকেল ৩টে ৩০ মিনিট)
১৯ এপ্রিল – বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
২৪ এপ্রিল – বনাম মুম্বই ইন্ডিয়ান্স (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
২৯ এপ্রিল – বনাম পঞ্জাব কিংস (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
১ মে – বনাম দিল্লি ক্যাপিটালস (ওয়াংখেড়ে, বিকেল ৩টে ৩০ মিনিট)
৭ মে – বনাম কলকাতা নাইট রাইডার্স (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
১০ মে – বনাম গুজরাত টাইটান্স (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
১৫ মে – বনাম রাজস্থান রয়্যালস (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
১৮ মে – বনাম কলকাতা নাইট রাইডার্স (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
আইপিএল ২০২২ মেগা নিলামের আগে তিন ক্রিকেটারকে ড্রাফ্টিংয়ে নিয়েছিল লখনউ। নিলাম শেষে ২১ জনের দল গড়েছে টিম লখনউ।
লখনউ সুপার জায়ান্টসের স্কোয়াড: কেএল রাহুল, মার্কাস স্টোইনিস, রবি বিষ্ণোই, কুইন্টন ডি’কক, আবেশ খান, জেসন হোল্ডার, মনীশ পান্ডে, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, মার্ক উড, অঙ্কিত সিং রাজপুত, কৃষ্ণাপ্পা গৌতম, দুশমন্ত চামিরা, শাহবাজ নাদিম, মনন ভোরা, মৌসিন খান, আয়ুষ বাদোনি, কাইল মেয়ার্স, করণ শর্মা, এভিন লুইস, মায়াঙ্ক যাদব।
আরও পড়ুন: IPL 2022: অনুষ্কা থেকে আশিতা…পঞ্জাব-আরসিবির সুন্দরীদের ডাগআউট