Miami Open: সিসিপাসকে হারিয়ে শেষ আটে আলকারাজ


কার্লোস আলকারাজ।
ছবি: টুইটার

মিয়ামি: ফের চমকে দিলেন কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। স্টেফানোস সিসিপাসকে (Stefanos Tsitsipas) হারিয়ে চমক স্প্যানিশ টেনিস তারকার। মিয়ামি ওপেনের (Miami Open) শেষ আটে পৌঁছে গেলেন স্পেনের টেনিস খেলোয়াড়। ১৮ বছরের তরুণ খেলোয়াড় তরুণ দারুন প্রত্যাবর্তন করেন কোর্টে। ২-৫ ব্যবধানে একটা সময় পিছিয়ে পড়েছিলেন আলকারাজ। সেখান থেকে লড়াকু প্রত্যাবর্তনে সমতা ফিরিয়ে সেই সেটে জয়লাভ করেন। টানা ৫টা গেমে জেতেন। গ্রীসের সিসিপাসকে স্ট্রেট সেটে উড়িয়ে দেন আলকারাজ। এ দিন কোর্টে অপ্রতিরোধ্য হয়ে ধরা দেন স্পেনের ১৮ বছরের টেনিস খেলোয়াড়। দ্বিতীয় সেটেও শুরু থেকে দাপট দেখান। প্রথমেই ২-০ এগিয়ে যান। দ্বিতীয় সেটে ৩টে ব্রেক পয়েন্ট বাঁচান আলকারাজ। গতকাল রাউন্ড অব ৩২-এ ক্রোয়েশিয়ার চিলিচকে স্ট্রেট সেটে হারিয়েছিলেন আলকারাজ।

বুধবার ৭-৫, ৬-৩ ব্যবধানে সিসিপাসকে হারিয়ে দেন কার্লোস আলকারাজ। কোয়ার্টার ফাইনালে সার্বিয়ার মিয়োমির কেচমানোভিচের মুখোমুখি হবেন স্প্যানিশ টেনিস তারকা। ম্যাচের পর আলকারাজ বলেন, ‘এই ম্যাচটা অনেক অনেক কঠিন ছিল। সিসিপাস দুরন্ত খেলছিল। ওকে রোখা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। আমি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালাই। আর তাতেই প্রত্যাবর্তনে সফল হই।’

আলকারাজ আরও বলেন, ‘আমি জানি সিসিপাস ফোরহ্যান্ডে খুব ভালো খেলে। তাই আমি দুটো কি তিনটে শট ওকে ব্যাক হ্যান্ড ক্রস কোর্টে খেলতে বাধ্য করি। আমিও নিজের জায়গা পরিবর্তন করি। ওটাই কি ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।’

আরও পড়ুন: IPL 2022: দর্শক সংখ্যা বাড়ছে আইপিএলে !



Leave a Reply