IPL 2022 Purple Cap: ছবিতে দেখুন বেগুনি টুপির দৌড়ে এগিয়ে রয়েছেন কারা


চলতি মরসুমে এখনও অবধি ৬টি আইপিএলের (IPL) ম্যাচ হয়েছে। বুধবার কেকেআরকে হারিয়ে লিগ টেবলে উঠে এসেছে আরসিবি। তবে পয়েন্ট টেবলের (Points Table) মগডালে রয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন আইপিএলপ্রেমীদের বিশেষ নজর থাকে পয়েন্ট টেবল, অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যপের তালিকায়। আইপিএলের প্রত্যেক মরসুমেই সবথেকে বেশি উইকেটশিকারী বোলার পান পার্পল ক্যাপ (Purple Cap)। ছবিতে দেখে নিন কোন প্লেয়াররা রয়েছেন এই বেগুনি টুপির দৌড়ে…


Publish Date – 11:00 am, Thu, 31 March 22

Leave a Reply