আজ পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআর সংসারে স্বস্তি বোলিং, দুশ্চিন্তা ‘মাসল’ রাসেলের চোট


স্টাফ রিপোর্টার: আন্দ্রে রাসেলের ঠিক কী অবস্থা? পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আজ, শুক্রবারের ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন? ফ্যাফ ডু’প্লেসিস-বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) কাছে হারের ৪৮ ঘণ্টার মধ্যে ফের মাঠে নেমে পড়তে হচ্ছে শ্রেয়স আইয়ারের কেকেআরকে। প্রতিপক্ষ মায়াঙ্ক আগরওয়ালের পাঞ্জাব কিংস। যারা আরসিবির বিশাল ২০৫ রান তাড়া করে জিতে গিয়েছে প্রথম ম্যাচে। যে ম্যাচে আইপিএলের (IPL 2022) নতুন তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন বিস্ফোরক ক্যারিবিয়ান অলরাউন্ডার ওডেন স্মিথ। এর সঙ্গে যোগ হবেন পাঞ্জাবের ভয়াল পেস অস্ত্র কাগিসো রাবাডা। আজ নাইটদের বিরুদ্ধে যাঁর নামার কথা। মুশকিল হল, পাঞ্জাবের শক্তিবৃদ্ধির চেয়েও কেকেআরের চিন্তা অন‌্য একটা বিষয় নিয়ে। চিন্তা, আন্দ্রে রাসেলের চোট নিয়ে।

আরসিবির বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান রাসেল (Andre Russell)। যে কারণে তাঁকে দিয়ে চার ওভারের বোলিং কোটা পূরণের ঝুঁকি নেয়নি কেকেআর (KKR)। হাতে বোলার না থাকায় চোটগ্রস্ত রাসেলকে শেষ ওভার করাতেই হয় এবং প্রাক্তন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক দু’বলে খেলা শেষ করে দেন। খেলা শেষে কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাকালাম বলে যান, “ড্রে (রাসেলের ডাকনাম ড্রে রাস) বাউন্ডারি লাইনে একটা ডাইভ দিতে গিয়ে কাঁধে চোট পেয়েছে আরসিবির বিরুদ্ধে। কিন্তু ড্রের দায়বদ্ধতা দেখুন। ও চোট নিয়েই বল করতে গেল। ম্যাচটা হয়তো আমরা জিতিনি। কিন্তু রাসেলের জেদ দেখার মতো।”

[আরও পড়ুন: আইপিএল দেখানো নিয়ে সম্মুখসমরে আম্বানি-জেফ বেজোস! হতে পারে টাকার বৃষ্টি]

সে সব ঠিক আছে। আপাতত প্রশ্ন হল, রাসেল শেষ পর্যন্ত পারবেন তো পাঞ্জাব ম্যাচে নামতে? নাইট শিবিরে খোঁজ চালিয়ে জানা গেল, রাসেলের চোট নাকি খুব গুরুতর নয়। বলা হল, পরিস্থিতি যা, তাতে পাঞ্জাব ম্যাচ খেলা উচিত ক্যারিবিয়ান অলরাউন্ডারের। সেটা সময় বলবে। তবে আরসিবির কাছে হারলেও কেকেআরকে শান্তি দিচ্ছে, সামান্য রান নিয়েও গোটা টিমের অদম্য লড়াই। ম্যাকালাম যেমন সাংবাদিক সম্মেলনে বলেন, “ম্যাচটা আমরা হেরেছি ঠিকই। কিন্তু টিম যে ভাবে লড়াই করেছে, যে দায়বদ্ধতা দেখিয়েছে, তাতে আমি খুশি। আমরা আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে নেমেছিলাম। দুর্ভাগ্য যে, যতবার আগ্রাসন দেখাতে গিয়েছি, যতবার ঝুঁকি নিয়ে ব্যাটাররা মেরেছে, সোজা ক্যাচ ফিল্ডারের হাতে গিয়েছে। ঠিক আছে। ক্রিকেটে এরকম প্রায়ই হয়।”

কেকেআর কোচ কোনওভাবে চান না, টিম আগ্রাসী মনোভাব দেখানো থেকে কোনওভাবে সরে আসুক। “সরব কেন আমরা? গত বছর আমাদের এই আগ্রাসী ক্রিকেট খেলার মানসিকতা কাজে দিয়েছে। আমরা ফাইনাল খেলেছি। আমরা গত নিলাম থেকেও সেই সমস্ত ক্রিকেটারকে নিয়েছি, যাদের মানসিকতা আমাদের টিমের সঙ্গে মেলে। এখন আমাদের শুধু কিছু ফিনিশিং টাচ দিতে হবে। পিচের বাউন্সের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। মানছি, আরসিবির বিরুদ্ধে যথেষ্ট রান আমরা তুলতে পারিনি। কিন্তু টিম যা মানসিকতা দেখিয়েছে মাঠে, তা নিয়ে আমি খুশি,” বলতে থাকেন ম্যাকালাম। দ্রষ্টব্য এখন একটাই। পাঞ্জাবের বিরুদ্ধে আগুনে মানসিকতা ম্যাচ জেতাবে কেকেআরকে? এদিকে দলকে শক্তি জোগাতে নাইট শিবিরে যোগ দিয়ে দিলেন প্যাট কামিন্স।

আজ আইপিএলে:
কেকেআর বনাম পাঞ্জাব কিংস
ওয়াংখেড়ে, সন্ধে ৭.৩০
স্টার স্পোর্টস

[আরও পড়ুন: তেড়ে এল গজরাজ! প্রাতঃকৃত্য সারতে গিয়ে বাঁকুড়ায় হাতির হামলায় মৃত্যু প্রৌঢ়ের]

Leave a Reply