KKR vs PBKS LIVE Score, IPL 2022: টসে জিতে পঞ্জাবের বিরুদ্ধে ফিল্ডিং করবেন শ্রেয়সরা


মুম্বই: আজ, শুক্রবার আইপিএল-১৫-র সপ্তম দিন। চলতি আইপিএলের (IPL 2022) আট নম্বর ম্যাচে ওয়াংখেড়েতে মুখোমুখি হতে চলেছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস (Punjab Kings)। দুই দলই জয় দিয়ে আইপিএল যাত্রা শুরু করেছে। তবে বুধবার ফাফ দু’প্লেসির আরসিবিরা কাছে হেরেছেন শ্রেয়সরা। আর হেভিওয়েট আরসিবিকে হারিয়েই ট্রফির লড়াই শুরু করেছে প্রীতির দল। একদিকে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন মায়াঙ্করা। অন্যদিকে হার ভুলে জয়ে ফেরার লক্ষ্যে নামবেন নাইটরা। ফলে বিশেষ নজর রাখতে হবে আজকের ম্যাচে।

এখনও পর্যন্ত আইপিএল-১৫-র একটি ম্যাচে খেলেছেন মায়াঙ্করা। আরসিবির বিরুদ্ধে সেই ম্যাচে জিতে পয়েন্ট টেবলের ৩ নম্বরে রয়েছেন শিখর ধাওয়ানরা। প্রীতির দলের নেট রান রেট +০.৯১৪। অন্যদিকে কেকেআর ইতিমধ্যেই দুটো ম্যাচে খেলেছে। প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে জিতলেও, দ্বিতীয় ম্যাচে আরসিবির কাছে হারতে হয়েছে রাসেলদের। তাই কেকেআর রয়েছে পয়েন্ট টেবলের পাঁচ নম্বরে। রাহানেদের নেট রান রেট +০.০৯৩।

আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত ২৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা ও পঞ্জাব। যার মধ্যে ১৯ বার জিতেছে কেকেআর। আর ১০ বার জিতেছে পঞ্জাব।

Leave a Reply