GT vs DC Score, IPL 2022: টসে জিতে হার্দিকদের ব্যাটিংয়ে পাঠালেন দিল্লির নেতা পন্থ


পুনে: আজ, আইপিএল-১৫-র (IPL 2022) আট নম্বর দিন। শনিবারের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে, এ বারের দুই নতুন দলের এক দল হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans) আজ নামতে চলেছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে। দুই দলই এখনও অবধি একটি করে ম্যাচে খেলেছে এবং সেই ম্যাচে জিতেওছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় দিয়ে এ বারের আইপিএল অভিযান শুরু করেছে পন্থের দিল্লি। একটি ম্যাচে খেলে দিল্লির নেট রান রেট +০.৯১৪। তবে গুজরাতও চলতি আইপিএলে তাদের প্রথম ম্যাচে অপর নতুন দল লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছিল। হার্দিকদের দলের নেট রান রেট +০.২৮৬। ফলে পুনের মাঠে আজ কোন দল জিতবে সেদিকে বিশেষ নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

Leave a Reply