চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংস।
ছবি: টুইটার
মুম্বই: সময়টা একেবারে ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings)। গত বারের আইপিএল (IPL 2022) চ্যাম্পিয়নরা এ বারে প্রথম দুটো ম্যাচেই হারের মুখ দেখেছে। কেকেআরের কাছে হারের পর লখনউ সুপারজায়ান্টসের কাছেও হারতে হয়েছে ধোনি-জাড্ডুদের। রবি সন্ধেয় জাডেজাদের প্রতিপক্ষ পঞ্জাব কিংস (Punjab Kings)। আইপিএল অভিযানে প্রীতির দল জয়ের দেখা পেলেও, কেকেআরের কাছে হারতে হয়েছে। তবে চেন্নাই দল ক্রমেই কোণঠাসা। ধোনি-জাডেজাদের শিবির যেন মিনি হাসপাতাল। গলায় সংক্রমণের জন্য ২৬ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ক্রিস জর্ডন। ৬ দিন হাসপাতালে থাকতে হয়েছে তাকে। কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচে অ্যাডাম মিলনে খেললেও, চোটের কারণে লখনউয়ের বিরুদ্ধে ছিটকে যান। দীপক চাহার এখনও চোট সারিয়ে সুস্থ হতে পারেননি। গত মাসেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে চোট পান দীপক।
অভিজ্ঞ পেসারদের ছাড়াই খেলতে হচ্ছে চেন্নাইকে। তার প্রভাবই পড়ছে মাঠে। লখনউয়ের বিরুদ্ধে দু’শোর উপর রান করেও ম্যাচ জিততে পারেনি সিএসকে। তুষার দেশপান্ডে আর মুকেশ চৌধুরীই খেলছেন সিএসকের প্রথম এগারোয়। একই সঙ্গে চিন্তায় রাখছে ঋতুরাজ গায়কোয়াড়ের ফর্ম। প্রথম দুটো ম্যাচেই ফ্লপ গত আইপিএলে অরেঞ্জ ক্যাপ পাওয়া ক্রিকেটার। অফ ফর্ম কাটিয়ে ফিরে আসার চ্যালেঞ্জ ঋতুরাজের সামনে। পঞ্জাবের কাগিসো রাবাদা, রাহুল চাহারদের বিরুদ্ধে কঠিন লড়াই চেন্নাইয়ের ব্যাটারদের। রাতে ম্যাচ হওয়ায় টস অবশ্যই ফ্যাক্টর। যে কোনও অধিনায়কই চাইবেন টসে জিতে ফিল্ডিং নিতে। কারণ, রাতের দিকে শিশিরের জন্য বল গ্রিপ করতে অসুবিধে হচ্ছে বোলারদের।
রবিবারের ম্যাচ থেকেই খেলতে পারবেন পঞ্জাব কিংসের জনি বেয়ারস্টো। তবে লঙ্কান উইকেটকিপার ভানুকা রাজাপাকশা দুরন্ত ব্যাটিং করায় তাঁকে বসাতেও দ্বিধায় টিম ম্যানেজমেন্ট। লিভিংস্টোন, রাবাদা, ওডেন স্মিথরাও আছেন দলে। চেন্নাইয়ের বিরুদ্ধে নামার আগে অনেক অঙ্ক কষতে হচ্ছে প্রীতির দলকে। একই সঙ্গে বোলিং বিভাগও সচেষ্ট। নাইটদের একটা সময় চাপে ফেলে দিলেও, বিগ হিটার আন্দ্রে রাসেল ম্যাচের রং একাই বদলে দেন। রাবাদা, রাহুল চাহাররা তাই সাবধান থাকছেন। একই সঙ্গে চিন্তায় রাখছে পঞ্জাবের ব্যাটিং লাইনআপ। নাইটেদর বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি ময়াঙ্ক, শিখররা। ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ পঞ্জাবের।
আরও পড়ুন: IPL 2022: শ্রীলঙ্কায় বন্ধ আইপিএল সম্প্রচার