কেকেআরের ‘ব্রাত্য’ দুই তারকার অনবদ্য যুগলবন্দি, আইপিএলে দ্বিতীয় জয় কোহলিদের


Published by: Subhajit Mandal |    Posted: April 5, 2022 11:29 pm|    Updated: April 5, 2022 11:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীনেশ কার্তিক এবং শাহবাজ আহমেদের অনবদ্য জুটি। রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএলের দ্বিতীয় জয় তুলে নিল আরসিবি। কোহলিরা জিতলেন ৪ উইকেটে।

এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন আরসিবির অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেতে হয় লিগ টেবিলের ফার্স্ট বয় রাজস্থান রয়্যালসকে। মাত্র ৬ রানে প্যাভিলিয়নে ফিরে যান যশস্বী জয়সওয়াল। কিন্তু যশস্বীর উইকেটের পতনের পরই সংহারক রূপ ধারণ করেন জস বাটলার। দেবদূত পাড়িক্কলের সঙ্গে জুটি বেঁধে রাজস্থানকে ৭৫ রানের ওপারে নিয়ে যান বাটলার। পাড়িক্কল ৩৭ রানে আউট হলেও ৪৭ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেন জস। শেষদিকে হেটমেয়ার করেন ৩১ বলে ৪২ রান। সমস্যা হল শেষদিকে কেউই ঝোড়ো ইনিংস খেলতে পারেননি। সম্ভবত সেকারণেই ভাল শুরুর পরও নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেতে ১৬৯ রানে আটকে যায় রাজস্থান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে আরসিবি। কিন্তু পাওয়ার প্লে শেষ হতেই খেলা বদলে দেন যুজবেন্দ্র চাহাল, নবদীপ সাইনিরা। ৫৫ রানে প্রথম উইকেটের পতন হয় আরসিবির। কিন্তু তারপরই শুরু হয় ভাঙন। একটা সময় মাত্র ৬২ রানে চার উইকেট খুইয়ে প্রবল চাপে পড়ে যায় কোহলিদের দল। বিরাট নিজেও দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ফিরে যান। কিন্তু সেখান থেকেই ইনিংসের হাল ধরেন শাহবাজ আহমেদ। ৮৭ রানে পঞ্চম উইকেটের পতনের পর ম্যাচের হাল ধরতে আসেন দীনেশ কার্তিক। এরপর রীতিমতো বোলারদের সংহার শুরু করেন নাইটদের ব্রাত্য দুই তারকা। শাহবাজ মাত্র ২৬ বলে ৪৫ রান করেন। আর দীনেশ কার্তিক করেন ২৩ বলে ৪৪ রান। শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতেই জয় তুলে নেয় বেঙ্গালুরুর দলটি।

জয়ের পাশাপাশি এদিন আরও একবার যেভাবে দীনেশ কার্তিক ফিনিশারের ভূমিকায় উঠে এলেন সেটা স্বস্তি দেবে আরসিবিকে। স্বস্তি দেবে শাহবাজ আহমেদের পারফরম্যান্সও। ঘটনাচক্রে এদের মধ্যে একজনকে এ বছরই বাদ দিয়েছে নাইটরা। অপরজন বাংলা দলে খেলা সত্ত্বেও কোনওদিন কেকেআরে তাঁকে দলে নেওয়ার কথা ভাবেওনি। নাইটদের এই ব্রাত্যরাই আরসিবিকে এদিন ম্যাচ জেতাল।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



Leave a Reply