Kolkata Knight Riders vs Mumbai Indians Live Score in Bangla: দেখুন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
Key Events
কলকাতা নাইট রাইডার্সের প্রধান অস্ত্র আন্দ্রে রাসেল। মাঠে নামতে পারেন প্যাট কামিন্স।
মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান অস্ত্র ঈশান কিশান। এছাড়া নজরে রোহিত, বুমরা।
মোট ম্যাচ ২৯
কেকেআর জিতেছে ৭ বার
মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ২২ বার
LIVE Cricket Score & Updates
-
06 Apr 2022 06:43 PM (IST)
নাইট দলে যোগ প্যাট কামিন্সের
কেকেআর শিবিরে যোগ দিলেন প্যাট কামিন্স।
Look who’s joined the #KKR camp ahead of the #KKRvMI clash.#TATAIPL pic.twitter.com/7CbFXaxICb
— IndianPremierLeague (@IPL) April 6, 2022
আজ আইপিএলের (IPL 2022) ১৪ নম্বর ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এখনও অবধি চলতি আইপিএলের ৩টি ম্যাচের ২টিতে জয় ও ১টিতে হেরেছে কেকেআর। এবং ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দুই নম্বরে রয়েছেন উমেশ যাদবরা। অন্যদিকে এখনও পর্যন্ত ২টি ম্যাচে খেলে দুটিতেই হেরেছেন ঈশান কিষাণরা। ফলে আজকের ম্যাচ নাইটদের কাছে জয় বজায় রাখার, অন্যদিকে মায়ানগরীর দলের কাছে এই আইপিএলে প্রথম জয়ের মুখ দেখার লড়াই। ফলে বিশেষ নজর রাখতে হবে আজকের ম্যাচে। আইপিএলের মঞ্চে কলকাতা ও মুম্বই যখনই মুখোমুখি হয়, ক্রিকেটপ্রেমীরা বেশি উৎসাহিত থাকে এই ম্যাচের জন্য। আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত ২৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা ও মুম্বই। যার মধ্যে ২২ বার জিতেছে মুম্বই। আর মাত্র ৭ বার জিতেছে কেকেআর। তবে এ বারের পরিস্থিতি আলাদা।
Published On – 6:30 pm, Wed, 6 April 22