পঞ্জাব বনাম দিল্লি দ্বৈরথ।
ছবি: টুইটার
মুম্বই: আজ আইপিএলে (IPL 2022) লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) সামনে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। মুম্বইয়ের ডিওয়াই পাটিলে মুখোমুখি লোকেশ রাহুল-ঋষভ পন্থ। মুম্বইয়ের বিরুদ্ধে জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করলেও, গুজরাতের বিরুদ্ধেই ১৪ রানে হারতে হয়েছে দিল্লিকে। ঘুরে দাঁড়ানোর ম্যাচ ঋষভ পন্থদের কাছে। লখনউ ম্যাচের আগে দিল্লি শিবিরে সুখবর, দলে আসছেন ডেভিড ওয়ার্নার আর এনরিখ নর্টজে। নিঃসন্দেহে দিল্লি দলের শক্তি এতে অনেকটাই বেড়ে যাবে। অন্যদিকে লখনউ সুপারজায়ান্টস প্রথম ম্যাচে হারলেও, পরের দুটো ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে। আয়ুষ বাদোনি দলের নতুন তারকা ক্রিকেটার হয়ে উঠেছেন। লোকেশ রাহুলের ব্যাটে ভর করে চেন্নাই সানরাইজার্স হায়দরাবাদকেও হারায় লখনউ। গত ম্যাচেই লখনউ শিবিরে যোগ দিয়েছেন জেসন হোল্ডার।
মার্কাস স্টোয়নিস ছাড়া বাকি বিদেশিদের পেয়ে গিয়েছে লখনউ। গত ম্যাচেই বল হাতে আগুন ঝরিয়েছেন আবেশ খান। ৪ উইকেট নেন এই পেসার। একই সঙ্গে জেসন হোল্ডার, ক্রুণাল পান্ডিয়ারাও বল হাতে সফল। কেএল রাহুল ব্যাট হাতে ৬৮ রানের দুরন্ত ইনিংস উপহার দেন। দীপক হুডাও তাঁকে যোগ্য সঙ্গত দেন। ৫১ রানের ধুন্ধুমার ইনিংস আসে হুডার ব্যাট থেকে। কুইন্টন ডি’কক আর এভিন লুইস গত ম্যাচে ব্যর্থ হলেও দিল্লির বিরুদ্ধে জ্বলে উঠতে মরিয়া। স্পিনার রবি বিষ্ণোইও দিল্লির ঘুম কাড়তে তৈরি।
ডিওয়াই পাটিলে এখনও পর্যন্ত ৪টে ম্যাচ হয়েছে। প্রথমে যাঁরা ব্যাটিং করেছে, তাঁরা জিতেছে ২ টো ম্যাচ। শেষ দুটো ম্যাচে শিশির এখানে ফ্যাক্টর হয়নি। প্রথমে ব্যাট করা দলও শেষ দুটো ম্যাচে জিতেছে।
অন্যদিকে দিল্লি ক্যাপিটালস মরিয়া লখনউ ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে। ডেভিড ওয়ার্নার যোগ দেওয়ায় দলের ব্যাটিং শক্তি অনেকটা বেড়ে গিয়েছে। পৃথ্বী শ-র সঙ্গে ওপেনে নামবেন ওয়ার্নার। রভম্যান পাওয়েলের ব্যাটে রান দেখার আশায় দিল্লি শিবির। গত দুটো ম্যাচেই সে ভাবে সফল হননি পাওয়েল। এনরিখ নর্টজে দলে যোগ দিলেও, লখনউয়ের বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা কম। ঋষভ পন্থ প্রস্তুত আজকের ম্যাচে জ্বলে উঠতে। বিপক্ষের আবেশ খান আগে দিল্লিতে খেলতেন। তাই পৃথ্বী, পন্থদের দুর্বলতা ভালোই জানেন তিনি। সে দিকে সতর্কও থাকছেন ঋষভ পন্থ, পৃথ্বী শ-রা। ললিত যাদব, অক্ষর প্যাটেল- দুই অলরাউন্ডার এখনও দিল্লি দলের ফ্যাক্টর। লখনউয়ের বিরুদ্ধে ধারাবহিকতা দেখাতে তৎপর দু’জনে।
লখনউ সুপার জায়ান্টসের স্কোয়াড: কেএল রাহুল, মার্কাস স্টোইনিস, রবি বিষ্ণোই, কুইন্টন ডি’কক, আবেশ খান, জেসন হোল্ডার, মনীশ পান্ডে, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, মার্ক উড, অঙ্কিত সিং রাজপুত, কৃষ্ণাপ্পা গৌতম, দুশমন্ত চামিরা, শাহবাজ নাদিম, মনন ভোরা, মৌসিন খান, আয়ুষ বাদোনি, কাইল মেয়ার্স, করণ শর্মা, এভিন লুইস, মায়াঙ্ক যাদব।
দিল্লি ক্যাপিটালস স্কোয়াড: পৃথ্বী শ, অনরিখ নর্টজে, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, শার্দূল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, অশ্বিন হেব্বার, সরফরাজ খান, কমলেশ নাগরকোটি, কেএস ভরত, মনদীপ সিং, খলিল আহমেদ, চেতন সাকারিয়া , ললিত যাদব, রিপল প্যাটেল, যশ ধুল, রোভম্যান পাওয়েল, প্রবীণ দুবে, লুনগি এনগিডি, টিম সেইফার্ট, ভিকি ওস্টওয়াল।
আরও পড়ুন: BCCI: নিয়ন্ত্রণে করোনা, বড় সিদ্ধান্ত নিতে পারে বোর্ড