IPL 2022: তরুণ অনুজ আর প্রবীণ কার্তিকে মুগ্ধ আরসিবির কোন ক্রিকেটার?


IPL 2022: তরুণ অনুজ আর প্রবীণ কার্তিকে মুগ্ধ আরসিবির কোন ক্রিকেটার?

Image Credit source: RCB Twitter

মুম্বই: নতুন অধিনায়ক হিসেবে ফাফ দু প্লেসি (Faf Du Plessis) যে সতীর্থদের মনে জায়গা করে নিয়েছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই তাঁর। সেই সঙ্গে টিমের হয়ে মাঠে নেমে পড়তে মরিয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ইনি গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) । আইপিএলের (IPL 2022) ইতিহাসে যে ক’জন বিদেশি সাড়া ফেলেছেন ধারাবাহিক ভাবে, ম্যাক্সি থাকবেন তাঁদের প্রথম সারিতে। মাঝে পঞ্জাবের হয়ে সে ভাবে মেলে ধরতে পারেননি নিজেকে। কিন্তু গত মরসুমে আরসিবিতে পা দেওয়ার পর থেকে আবার ফিরেছেন সাফল্যে। এ বারও তাই চাইছেন ম্যাক্সওয়েল। তবে সদ্য বিয়ে করার জন্য শুরুর কয়েকটা ম্যাচ খেলতে পারেননি তিনি। তবে এ বারের আইপিএলে টিমকে জেতানোর জন্য ঝড়ঝাপটা বইয়ে দিতে চাইছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে পারেন ম্যাক্সওয়েল।

আরসিবির মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্সওয়েল বলেছেন, ‘দু প্লেসি দারুণ কাজ করছে। ও যে ভাবে নেতৃত্ব দেওয়া শুরু করেছে, তাতে আমি নিশ্চিত, ড্রেসিংরুমের সবার মনে জায়গা করে নিয়েছে। নেতা হিসেবে শুধু ছাপ রাখা নয়, চমৎকার ফর্মেও রয়েছে দু প্লেসি। তবে একটা ব্যাপার মনে রাখতে হবে, টিমের সিনিয়র প্লেয়ারদের ওকে সাহায্যও করতে হবে। যাতে ওর কাজটা সহজ হয়। এমন নয় যে, যাবতীয় ভার ওর কাঁধেই থাকবে। ওকে সমর্থন করার জন্য টিমের আরও নেতাদের এগিয়ে আসতে হবে। একটা কথা সত্যি, এ বারের টিমটা কিন্তু খুব ভালো।’

তারুণ্য এ বার মাত করে দিচ্ছে আইপিএল। আবার কেউ কেউ বয়সকে তোয়াক্কা না করেও সাফল্য পাচ্ছেন। এই দুয়েরই মিশ্রন রয়েছে আরসিবিতে। অনুজ রাওয়াত যেনম দুরন্ত পারফর্ম করছেন, তেমনই ৩৬ বছরের দীনেশ কার্তিকও মেলে ধরছেন নিজেকে। ম্যাক্সি বলছেন, ‘অনুজের খেলা আমি দেখেছি। দারুণ পারফর্ম করছে ও। ওর সঙ্গে কার্তিকের মতো সিনিয়র প্লেয়ারও সেরাটা দিচ্ছে। ২০১৩ সালে ওর সঙ্গে মুম্বইয়ের হয়ে আইপিএলে আমি খেলেছিলাম। ৯ বছর পর আবার একসঙ্গে খেলব। কার্তিক থাকার জন্য কিন্তু ব্যাটিং গভীরতা বেড়ে গিয়েছে।’

নিজেকে নিয়ে কী বলছেন ম্যাক্সওয়েল? ‘গত কয়েক সপ্তাহ আমি খুব বেশি ক্রিকেটের মধ্যে ছিলাম না। যত দ্রুত সম্ভব ফেরার চেষ্টা করছি। মাঠে নামার আগে যাতে সেরা প্রস্তুতি নিতে পারি, সেই চেষ্টাই আপাতত করছি।’

আরও পড়ুন: IPL 2022 PBKS vs GT Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে পঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ

Leave a Reply