নায়ক রাহুল তেওয়াটিয়া
Image Credit source: Twitter
পঞ্জাব কিংস – ১৮৯/৯ (২০)
গুজরাত টাইটান্স – ১৯০/৪ (২০)
মুম্বই: রাহুল তেওয়াটিয়া (Rahul Tewatia) ও পঞ্জাব কিংসের (Punjab Kings) সম্পর্কটা ঠিক কেমন? কেউ এই প্রশ্নের উত্তর চাইলে তাঁকে আজকের ম্যাচটা দেখানো যেতে পারে। শারজার ম্যাচটাও দেখানো যেতে পারে। পঞ্জাব কিংসের হাত থেকে ম্যাচ নিয়ে যাওয়াটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন রাহুল তেওয়াটিয়া। শারজায় শেলডন কটরেলকে এক ওভারে পাঁচটা ছয় মেরে ম্যাচ নিয়ে গিয়েছিলেন। তবে আজ ৫টা বলও ছিল তেওয়াটিয়ার সামনে। মাত্র দুটি বল ছিল তাঁর হাতে। প্রয়োজন ছিল ১২ রানের। তার আগে একটা বলে একটা সিঙ্গেল নিয়েছিলেন। ক্রিকেট মহল বলতে পারে এই চাপ নেওয়া সহজ কাজ নয়। কিন্তু তিনি রাহুল তেওয়াটিয়। আর প্রতিপক্ষ পঞ্জাব কিংস। তাঁর জার্সির রং যাই হোক না কেন। তিনি পঞ্জাবকে ম্যাচ জিততে দেবেন না। আজরও দিলেন না। জোড়া বলে জোড়া ছক্কা হাঁকিয়ে আইপিএলে (IPL 2022) জয়ের হ্যাটট্রিক এনে দিলেন দলকে। তিন ম্যাচে তিনটি জয়। লিগের দ্বিতীয় স্থানে উঠে এল হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans)।
????. ?. ??????! ? ?@rahultewatia02 creams two successive SIXES on the last two deliveries as the @hardikpandya7-led @gujarat_titans beat #PBKS & complete a hat-trick of wins in the #TATAIPL 2022! ? ? #PBKSvGT
Scorecard ▶️ https://t.co/GJN6Rf8GKJ pic.twitter.com/ke0A1VAf41
— IndianPremierLeague (@IPL) April 8, 2022
টস হেরে হাসি মুখেই বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। শুরুতেই মায়াঙ্কের উইকেট তুলে নিয়ে হাসি আরও চওড়া হয় গুজরাত অধিনায়কের। কিন্তু শিখর ধাওয়ান ছন্দে ছিলেন। বেয়াস্টো এ বারের লিগে প্রথম ম্যাচ খেলতে নেমে শুরুটা ভালই করেছিলেন। কিন্তু ছন্দটা ধরে রাখতে পারলেন না। চার নম্বরে এলেন আইপিএল ২০২২-এর সব থেকে দামি বিদেশি ইংল্যান্ড অল রাউন্ডার লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone)। আগের ম্যাচের মতই মেজাজে পাওয়া গেল তাঁকে ২৭ বলে ৬৪ রানের ইনিংস এল তাঁর ব্যাট থেকে। তরুণ জিতেশ শর্মা ১১ বলে করে ফেললেন ২৩ রান। শাহরুখ খান ৮ বলে ১৫। কিন্তু সমস্যা অন্য জায়গায়, টানা বড় শট মারতে গিয়ে একের পর এক উইকেট হারাল পঞ্জাব। কিন্তু তাদের অল আউট করার সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারল না হার্দিকের দল। রাহুল চাহারের ১৪ বলে ২২ ও অর্শদীপ সিংয়ের ৫ বলে ১০ পঞ্জাবকে ২০ ওভারে পৌঁছে দিল ১৮৯ রানে। এ দিন নিজের ছন্দে পাওয়া গেল টাইটান্সের আফগান স্পিনার রাশিদ খানকে। ৪ ওভারে ২২ রান দিয়ে তিনটি উইকেট নিলেন। ২টি উইকেট প্রথম ম্যাচ খেলতে নামা দর্শন নাকান্ডের।
১৯০ রান তাড়া করতে নেমে শুরু থেকে আক্রমণের রাস্তায় হাঁটা ছাড়া উপায় ছিল না গুজরাতের। শুভমন গিলের সেই কাজটা পাওয়ার প্লে থেকে শুরু করল টাইটান্স। তবে এ দিনও রান পেলেন না ম্যাথু ওয়েড। মাত্র ৬ রানে রাবাডা তাঁকে ফেরালেন ড্রেসিংরুমে। তিন নম্বরে নেমে নজর কাড়লেন প্রথম ম্যাচ খেলতে নামা সাই সুদর্শন। শুভমন-সুদর্শন জুটিতে ভর করে তৃতীয় ম্যাচ জয়ের দিকে দুরন্ত গতিতে এগিয়ে চলে গুজরাত। ১০১ রানের পার্টনারশিপ দুজনে।৩৫ রানের ইনিংস খেলে আউট হন সুদর্শন। ম্যাচটা তখনও গুজরাতের পক্ষে। তবে মাপা বোলিং করে গুজরাতে ম্যাচ থেকে অনেকটা দুরে নিয়ে গেলেন পঞ্জাবের রাহুল চাহার, অর্শদীপ সিং ও কাগিসো রাবাডা। ৯৬ রানে আউট শুভমন। হার্দিক রান আউট। হ্যাটট্রিকের স্বপ্ন শেষ, এমনটাই মনে হচ্ছিল গুজরাত সমর্থকদের। কিন্তু তখনও যে রাহুলের খেল বাকি। ২ বলে ১২ রান। পরপর ছয়। হ্যাটট্রিট টাইটান্সদের।
আরও পড়ুন : IPL 2022: দলকে চরম বার্তা রোহিত শর্মার