আইপিএলের (IPL) পয়েন্ট টেবলের (Points Table) দুই নম্বরে উঠে এসেছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টল। তৃতীয় স্থানে নেমে গিয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। কিন্তু বর্তমানে অরেঞ্জ ক্যাপের (Orange Cap) মালিক পিঙ্ক আর্মির ওপেনার জস বাটলার। বৃহস্পতিবার লখনউ বনাম দিল্লির দ্বৈরথের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ ঢুকে পড়েছেন লখনউয়ের নেতা লোকেশ রাহুল ও তাঁর দলের উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি’ককও। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১৫ টি ম্যাচ হয়েছে। এই ১৫ টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন ছবিতে…
Publish Date – 10:15 am, Fri, 8 April 22