হুয়ান ফেরান্দো।
ছবি: টুইটার
কৌস্তভ গঙ্গোপাধ্যায়
ঘড়ির কাঁটায় ঠিক বারোটা। ফর্সা, ছিপছিপে চেহারার এক যুবক মোহনবাগান (Mohun Bagan) ক্লাবে ইতিউতি ঘুরে বেড়াচ্ছেন। গ্যালারির নীচ, জিম, তাঁবুর এ দিক সে দিক ঘুরে ঘুরে দেখছেন। আচমকাই ভিড়টা বেড়ে গেল। জনা দশেক থেকে সংখ্যাটা একলাফে বেড়ে গেল একশোর কাছাকাছি। কাছ থেকে প্রথম বার হলেও, চিনতে অসুবিধে হয়নি কারও। ইনি যে এটিকে মোহনবাগানের কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। কোচ হওয়ার পর প্রথম বার সবুজ-মেরুন তাঁবুতে। গঙ্গাপারের ক্লাবে আগন্তুকের মতো যে তাঁর প্রবেশ ঘটবে, কেউই আন্দাজ পাননি। গত ২ বছর ধরে ক্লাব আইএসএলে খেললেও, কোচ- ফুটবলাররা কেউ ক্লাবের ধারেকাছে আসেননি। কোভিড, বায়ো বাবলের জেরে আইএসএল হয়েছে গোয়াতে। গত বছর এএফসি কাপের আগে প্রাক প্রস্তুতি শিবিরে কলকাতায় থাকলেও, হোটেল ছেড়ে বেরোতে পারেননি হাবাস-কৃষ্ণারা। সবুজ-মেরুনের কোচ হওয়ার পর ক্লাব তাঁবুতে আসা হয়নি হাবাসের। ফেরান্দো কিন্তু সবার অলক্ষ্যেই ক্লাব তাঁবুতে ঢুঁ মেরে গেলেন। দেখে গেলেন ক্লাবের মাঠ, জিম। ক্যান্টিনে বসে খেলেন চিকেন স্টু।
গুটিকয়েক জনতা বাগান কোচকে কাছ থেকে দেখার সৌভাগ্য পেলেন। আগে জানা থাকলে, সংখ্যাটা হয়তো কয়েক হাজারে পৌঁছে যেত। শতাব্দীপ্রাচীন ক্লাবে এসে বেশ আপ্লুত খোদ মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। ক্লাবের মাঠ, জিম দেখে বেশ খুশি তিনি। সমর্থকদের সামনে ঐতিহ্যশালী ক্লাবে অনুশীলনের জন্য তিনি মুখিয়ে আছেন। ঘনিষ্ঠমহলে এমনটা জানিয়েওছেন ফেরান্দো।
কিন্তু হঠাৎ মোহনবাগান ক্লাবে এলেন কেন ফেরান্দো? খোঁজ নিয়ে জানা গেল, শুক্রবার সকালে কিছু কেনাকাটার জন্য ময়দান মার্কেটে এসেছিলেন ফেরান্দো। গাড়ি চালকই তখন তাঁকে বলেন, এখান থেকে মোহনবাগান মাঠ মাত্র ৫ মিনিটের পথ। ব্যস, আর রোখে কে! সঙ্গে সঙ্গে পরবর্তী ডেস্টিনেশন বদলে গেল মোহনবাগান মাঠে। ঘড়ির কাঁটায় তখন বেলা বারোটা। প্রতিদিনের মতো মোটের উপর শুনসানই ছিল মোহননবাগান ক্লাব। শুরুতে ফেরান্দোকে কেউ খেয়ালও করেননি। কিন্তু যখনই চিনতে পারলেন, প্রিয় কোচকে সাদর অভ্যর্থনায় স্বাগত জানালেন ক্লাবে উপস্থিত কর্মী, কর্তারা। মাঠ দেখার পাশাপাশি নতুন জিমও ঘুরে দেখেন। ভারতে কোচিং করতে আসার আগেই ১৩৩ বছরের মোহনবাগান ক্লাবকে ঘিরে বিশেষ আগ্রহ ছিল ফেরান্দোর। এফসি গোয়াতে কোচিং করলেও, সবুজ-মেরুনে প্রথম বার। ময়দান মার্কেটে গিয়ে তাই ক্লাবে ঢুঁ মারার সুযোগটা আর হাতছাড়া করলেন না ফেরান্দো।
মঙ্গলবার এএফসি কাপের প্রাক যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ শ্রীলঙ্কার ব্লু স্টার এসসি। ২ বছর বাদে প্রিয় দলকে কাছ থেকে খেলতে দেখার সুযোগ পাবেন সমর্থকরা। শুক্রবার ২টো থেকে মোহনবাগান মাঠে অফলাইনে টিকিট বিক্রি করা হয়। সেই টিকিট কিনতেই আগে ভাগে এসে গিয়েছিলেন অনেক সমর্থকরা। টিকিটের পাশাপাশি কোচকে কাছ থেকে দেখা। আর কাছে পেয়েই স্প্যানিশ কোচের সঙ্গে ছবি তুললেন সমর্থকরা। একসঙ্গে রথ দেখা, কলা বেচা।