পুনে: আজ শনিবার পুনের এমসিএ স্টেডিয়ামে আইপিএলের (IPL 2022) ডাবল হেডারের দ্বিতীয় ও ১৮ নম্বর ম্যাচে মুখোমুখি ফাফ দু’প্লেসির (Faf Du Plessis) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এখনও অবধি চলতি আইপিএলের ৩টি ম্যাচের ২টিতে জয় ও ১টিতে হেরেছে আরসিবি। বিরাট কোহলিদের নেট রান রেট +০.১৫৯। অন্যদিকে এখনও পর্যন্ত ৩টি ম্যাচে খেলে হারের হ্যাটট্রিক হয়ে গিয়েছে ঈশান কিষাণদের। মুম্বইয়ের নেট রান রেট -১.৩৬২। ফলে শনিবার রাতের ম্যাচ আরসিবির কাছে জয় বজায় রাখার, অন্যদিকে মায়ানগরীর দলের কাছে এই আইপিএলে প্রথম জয়ের মুখ দেখার লড়াই।
আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত ২৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে ব্যাঙ্গালোর ও মুম্বই। যার মধ্যে ১৭ বার জিতেছে মুম্বই। আর ১২ বার জিতেছে আরসিবি। তবে এ বারের পরিস্থিতি আলাদা। এখনও অবধি জয়ের দেখা মেলেনি রোহিতদের কপালে। তাই বিশেষ নজর থাকবে এই ম্যাচে।