IPL 2022 SRH vs GT Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ


জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ

মুম্বই: আগামীকাল, সোমবার আইপিএল-১৫-র (IPL 2022) সতেরো নম্বর দিন। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আগামীকাল মুখোমুখি হবে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans)। এখনও অবধি হার্দিক পান্ডিয়ার নতুন দল গুজরাত এ বারের আইপিএলের তিনটি ম্যাচে খেলেছে। এবং তিনটিতেই জিতেছেন শুভমন গিলরা। এবং ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ২ নম্বরে রয়েছে গুজরাত টাইটান্স। অন্যদিকে এ বারের আইপিএলে অরেঞ্জ আর্মি প্রথম দুটো ম্যাচে হারের মুখ দেখার পর, শনিবার চেন্নাইকে হারিয়ে মরসুমের প্রথম জয়ের স্বাদ পেয়েছে এবং লিগ টেবলের ১০ নম্বর থেকে উইলিয়ামসনের দল উঠে এসেছে ৮ নম্বরে। তাই নিজামের শহরের দল চাইবে আগামী ম্যাচে জিতে জয়ের ধারা বজায় রাখতে। অন্যদিকে হার্দিকদের লক্ষ্য ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া। ফলে আগামীকাল ডিওয়াই পাতিল স্টেডিয়ামে কোন দল জেতে সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত টাইটান্সের ম্যাচটি কবে হবে?

সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত টাইটান্স ম্যাচটি (১১ এপ্রিল) আগামীকাল, সোমবার হবে।

সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত টাইটান্সের ম্যাচটি কোথায় হবে?

সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত টাইটান্সের ম্যাচটি মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে হবে।

সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত টাইটান্সের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত টাইটান্সের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে।

কোথায় দেখা যাবে সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত টাইটান্সের ম্যাচের লাইভ স্ট্রিমিং?

সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত টাইটান্সের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াড: কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ, উমরান মালিক, ওয়াশিংটন সুন্দর, নিকোলাস পুরান, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, প্রিয়ম গর্গ, রাহুল ত্রিপাঠী, অভিষেক শর্মা, কার্তিক ত্যাগী, শ্রেয়স গোপাল, জগদীশা সুচিথ, এইডেন মার্করাম, মার্কো জ্যানসেন, রোমারিও শেফার্ড, শন অ্যাবট, আর সমর্থ, শশাঙ্ক সিং, সৌরভ দুবে, বিষ্ণু বিনোদ, গ্লেন ফিলিপস, ফজলহক ফারুকী।

গুজরাত টাইটান্স স্কোয়াড: হার্দিক পান্ডিয়া, রশিদ খান, শুভমন গিল, লকি ফার্গুসন, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ সামি, যশ দয়াল, ডেভিড মিলার, সাই কিশোর, অভিনব সদারঙ্গানি, আলজারি যোশেফ, ম্যাথু ওয়েড, রহমানুল্লাহ গুরবাজ, ঋদ্ধিমান সাহা, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, ডমিনিক ড্রেকস, গুরকিরাত সিং, বরুণ অ্যারন, নুর আহমেদ, দর্শন নালকান্ডে, প্রদীপ সাঙ্গওয়ান।

আরও পড়ুন: IPL 2022: প্রয়াত হর্ষলের বোন, বায়ো বাবল ছেড়ে বাড়ি ফিরলেন আরসিবির তারকা

Leave a Reply