রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপারজায়ান্টস।
ছবি: টুইটার
মুম্বই: এ বারের আইপিএলে (IPL) দুরন্ত ছন্দে আছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। গত ম্যাচে আরসিবির কাছে হারলেও ঘুরে দাঁড়াতে মরিয়া সঞ্জু স্যামসন, জস বাটলাররা। অন্য দিকে লখনউ সুপারজায়ান্টস (LSG) এ বারের আইপিএলেই প্রথম বার খেলছে। আজ ওয়াংখেড়েতে মুখোমুখি লোকেশ রাহুল-সঞ্জু স্যামসন। প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে হারলেও, বাকি তিনটে ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছেন কেএল রাহুলরা। ঝুলিতে ৬ পয়েন্ট। রাজস্থানকে হারিয়ে টেবিলের আরও উপরে উঠতে প্রস্তুত লখনউ। একই সঙ্গে আইপিএলে প্রথম বার খেলতে নেমেই প্লে-অফের পথ প্রশস্ত করতে চায় সঞ্জীব গোয়েঙ্কার দল। অন্যদিকে রাজস্থান রয়্যালস গত আইপিএলে সাত নম্বরে শেষ করেছিল। এ বার প্রথম চারে থাকাই তাঁদের প্রথম লক্ষ্য। আরসিবির বিরুদ্ধে বড় স্কোর করেও জয় আসেনি। আরসিবির দীনেশ কার্তিক, শাহবাজ আহমেদ ম্যাচের রং বদলে দিয়েছিলেন। ৩ ম্যাচে রাজস্থানের ঝুলিতে ৪ পয়েন্ট।
রাজস্থানের জস বাটলার দুরন্ত ফর্মে রয়েছেন। ইতিমধ্যেই চলতি আইপিএলে একটা সেঞ্চুরি হাঁকিয়েছেন। আরসিবির বিরুদ্ধে শুরুতে ধীরে ব্যাটিং করলেও, শেষের দিকে চালিয়ে খেলেন বাটলার। ইনিংসে কোনও চার না মারলেও, ৬টা ছয় মেরেছিলেন। অপর ওপেনার যশস্বী জসওয়ালকে এখনও ফর্মে দেখা যায়নি। দেবদত্ত পাড়িক্কল আরসিবির বিরুদ্ধে বেশ ভালো ব্যাটিং করেন। অধিনায়ক সঞ্জু স্যামসন রান না পেলেও, শিমরন হেটমেয়ার শেষের দিকে এসে ঝোড়ো ব্যাটিং করেন।
অন্যদিকে লখনউ দলের দুই ওপেনার কুইন্টন ডি’কক আর অধিনায়ক লোকেশ রাহুলই প্রধান ভরসা। ডি’কক গত ম্যাচে দুরন্ত ব্যাটিং করেন। দিল্লির বিরুদ্ধে ম্যাচ জয়ের পিছনে ডি’ককের অবদান অনেকটা। একই সঙ্গে লখনউয়ের মিডল অর্ডার ব্যাটার আয়ুষ বাদোনি এই আইপিএলের আবিষ্কার। দীপক হুডাও ভালো ব্যাটিং করছেন। অলরাউন্ডার জেসন হোল্ডার যে কোনও সময় ফ্যাক্টর হতে পারেন। বোলার আবেশ খান দিল্লির বিরুদ্ধে সফল হননি। রাজস্থানের হেভিওয়েট ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ তাঁর কাছে। লেগ স্পিনার রবি বিষ্ণোই, পেসার অ্যান্ড্রু টাইও ফ্যাক্টর।
লখনউ সুপার জায়ান্টসের স্কোয়াড: কেএল রাহুল, মার্কাস স্টোইনিস, রবি বিষ্ণোই, কুইন্টন ডি’কক, আবেশ খান, জেসন হোল্ডার, মনীশ পান্ডে, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, মার্ক উড, অঙ্কিত সিং রাজপুত, কৃষ্ণাপ্পা গৌতম, দুশমন্ত চামিরা, শাহবাজ নাদিম, মনন ভোরা, মৌসিন খান, আয়ুষ বাদোনি, কাইল মেয়ার্স, করণ শর্মা, এভিন লুইস, মায়াঙ্ক যাদব।
রাজস্থান রয়্যালস স্কোয়াড: সঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জসওয়াল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, শিমরন হেটমায়ার, দেবদত্ত পাড়িক্কাল, প্রসিধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহাল, রিয়ান পরাগ, কেসি চারিপ্পা, নভদীপ সাইনি, ওবেদ ম্যাকয়, অরুনয় সিং, কুলদীপ সেন, করুণ নায়ার, ধ্রুব জুরেল, তেজস বারোকা, কুলদীপ যাদব, শুভম ঘারওয়াল, জেমস নিশাম, নাথান কুইন্টার-নাইল, রসি ভ্যান দার ডুসেন।
আরও পড়ুন: Vinod Rai Book: বিরাট কোহলি আর অনিল কুম্বলের মধ্যে কোনও ঝামেলা ছিল না: বলছেন বিনোদ রাই