মুম্বই: এ বারের আইপিএলে (IPL) দুরন্ত ছন্দে আছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। গত ম্যাচে আরসিবির কাছে হারলেও ঘুরে দাঁড়াতে মরিয়া সঞ্জু স্যামসন, জস বাটলাররা। অন্য দিকে লখনউ সুপারজায়ান্টস (LSG) এ বারের আইপিএলেই প্রথম বার খেলছে। আজ ওয়াংখেড়েতে মুখোমুখি লোকেশ রাহুল-সঞ্জু স্যামসন। প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে হারলেও, বাকি তিনটে ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছেন কেএল রাহুলরা। ঝুলিতে ৬ পয়েন্ট। রাজস্থানকে হারিয়ে টেবিলের আরও উপরে উঠতে প্রস্তুত লখনউ। একই সঙ্গে আইপিএলে প্রথম বার খেলতে নেমেই প্লে-অফের পথ প্রশস্ত করতে চায় সঞ্জীব গোয়েঙ্কার দল। অন্যদিকে রাজস্থান রয়্যালস গত আইপিএলে সাত নম্বরে শেষ করেছিল। এ বার প্রথম চারে থাকাই তাঁদের প্রথম লক্ষ্য। আরসিবির বিরুদ্ধে বড় স্কোর করেও জয় আসেনি। আরসিবির দীনেশ কার্তিক, শাহবাজ আহমেদ ম্যাচের রং বদলে দিয়েছিলেন। ৩ ম্যাচে রাজস্থানের ঝুলিতে ৪ পয়েন্ট।