IPL 2022: পুরনো দল দিল্লির কাছে হেরে কী বলেন নাইট নেতা শ্রেয়স?
Image Credit source: Twitter
মুম্বই: চলতি আইপিএলে (IPL 2022) রবিবারের মেগা ম্যাচে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। আইপিএলের গত মরসুমে দিল্লিতে ছিলেন শ্রেয়স। এ বার মেগা নিলামে কিং খানের দল ১২ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে কিনেছিল শ্রেয়সকে। তারপর তাঁকে অধিনায়কও করে কেকেআর। চলতি আইপিএলে শ্রেয়সের অধীনে এখনও অবধি ৫টি ম্যাচে খেলেছে নাইটরা। তার ৩টিতে জয় জুটেছে নাইটদের কপালে এবং ২টিতে হেরেছে কেকেআর। রবিবার ঋষভ পন্থের দিল্লির কাছে ৪৪ রানে হেরেছে শ্রেয়সের দল। দিল্লির কাছে কেকেআরের বিজয়রথ থমকে গেল। একদিকে জয়ের হ্যাটট্রিক হল না কলকাতার। অন্যদিকে হারের হ্যাটট্রিক রুখে দিল দিল্লি। শ্রেয়স দিল্লির বিরুদ্ধে করেন ৩৩ বলে ৫৪ রান। কিন্তু সেটা যে যথেষ্ট ছিল না, তা মেনে নিয়েছেন তিনি। ম্যাচের শেষে শ্রেয়স জানালেন কেন পুরনো দলের কাছে হেরে গেল তাঁর বর্তমান দল।
ম্যাচের শেষে শ্রেয়স বলেন, “একেবারে প্রথম ওভার থেকেই ওরা সত্যিই খুব ভালো শুরু করেছিল। পৃথ্বী বোলারদের শাসন করছিল। সত্যি বলতে কি ওইসময় আমরা কি করব তা বুঝতে পারছিলাম না। এই পিচ সত্যিই বেশ ভালো। ওরা শুরুতে যে ভালো পার্টনারশিপটা গড়েছিল, সেটাই পরে ওদের ছন্দ ধরে রেখেছিল। এই পিচটা ব্যাটিংয়ের জন্যও বেশ ভালো। তবে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা ভালোভাবে কাজ করেনি।”
এ বারের আইপিএলে দ্বিতীয় বার রান তাড়া করে হারল কেকেআর। এ ব্যাপারে শ্রেয়স বলেন, “তিনটে ম্যাচে কিন্তু আমরা রান তাড়া করেই জিতেছি। এই ম্যাচটায় সেটা হল না। তবে এই ম্যাচ থেকে পজিটিভ দিকগুলো তুলে নিয়ে এগিয়ে যেতে চাই আমরা। ম্যাচটা জেতার মানসিকতা দেখিয়েছি আমরা। শুরুটা আমরা ভালো করতে পারিনি, তবে মাঝের ওভারগুলোতে বিশেষ করে ৭ থেকে ১৫ ওভার পর্যন্ত আমরা সত্যিই ভালো খেলেছি। আর তার পর আমরা প্রতি ওভারে ১২ রান তুলে এগিয়ে যেতে চেয়েছিলাম। ব্যাটসম্যান হিসাবে এটা করা খুব একটা কঠিন কিছু নয়। তবে নিজের ইনিংসটাকে মাঝের ওভারগুলোতে আরও ভালোভাবে সাজাতে পারলে সেটা সম্ভব হত।”
কেকেআরের পরবর্তী ম্যাচ রয়েছে ১৫ এপ্রিল। সেই ম্যাচে নাইটদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লির কাছে হারের ধাক্কা কাটিয়ে ওই ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে কিনা কেকেআর, সেদিকেই নজর থাকবে নাইটপ্রেমীদের।