IPL 2022 Points Table: ফের পয়েন্ট টেবলের মগডালে উঠল রাজস্থান রয়্যালস


লিগ টেবলের মগডালে সঞ্জুর রাজস্থান

Image Credit source: IPL Website

কলকাতা: আজ, সোমবার, সপ্তাহের প্রথম দিন আইপিএলের (IPL 2022) ম্যাচে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans)। রবিবারের ডাবল হেডারের পর, লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে পয়েন্ট টেবলের শীর্ষস্থানে ফিরে গিয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে দুই নম্বরে নেমে গিয়েছে শ্রেয়স আইয়ারের কেকেআর। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত মোট ২০টি ম্যাচ হয়েছে। ভারতের কোটিপতি লিগ চলাকালীন ক্রিকেটপ্রেমীরা বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের (Points Table) দিকে। লিগ টেবলের প্রথম চারটি দল টুর্নামেন্টের প্লে অফে খেলার সুযোগ পায়। তার পর সেখান থেকে কোয়ালিফায়ার পর্ব ও এলিমিনেটর পর্ব হয়। সব থেকে শেষে হয় ফাইনাল। প্রত্যেক ম্যাচে বিজয়ী দল পায় ২ পয়েন্ট। আর কোনও ফলাফল না হলে ১ পয়েন্ট। ম্যাচ টাই হলে সেক্ষেত্রে ‘সুপার ওভার’ হয়।

আজ, সোমবার আইপিএল-১৫-তে মুখোমুখি হায়দরাবাদ-গুজরাত। সেই ম্যাচের আগে জেনে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া ২০টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে কোন দল…

১. এখনও পর্যন্ত হওয়া ২০টি ম্যাচের পর লিগ টেবলের শীর্ষস্থানে ফিরে এসেছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। রবিরাতে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসকে ৩ রানে হারিয়েছে পিঙ্ক আর্মি। রাজস্থান ৪টি ম্যাচে খেলে ৩টিতে জিতেছে, ১টিতে হেরেছে। রাজস্থানের নেট রান রেট +০.৯৫১।

২. রবিবার পন্থের দিল্লির কাছে ৪৪ রানে হেরে, লিগ টেবলের দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত ৫টি ম্যাচের ৩টিতে জয় ও ২টি হার জুটেছে নাইটদের কপালে। ফলে ৬ পয়েন্ট রয়েছে রাহানেদের। এবং কেকেআরের নেট রান রেট +০.৪৪৬।

৩. পয়েন্ট টেবলের তিন নম্বরে রয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। গুজরাতের নেট রান রেট +০.৩৪৯। গুজরাতও এখনও অবধি ৩টি ম্যাচে খেলেছে। এবং তিনটিতেই জিতেছেন। তাতে ৬ পয়েন্ট পেয়েছেন হার্দিকরা। আজকের ম্যাচে হার্দিকরা জিতলে পয়েন্ট টেবলের শীর্ষে ওঠার সুযোগ থাকবে।

৪. লিগ টেবলের চার নম্বরে রয়েছে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট +০.২৯৪। এখনও অবধি আইপিএলের ৪টি ম্যাচে খেলেছে আরিসিবি। তাতে ৩টি ম্যাচে জয় ও ১টি ম্যাচে হার জুটেছে বিরাটদের কপালে।

৫. রবিবার সঞ্জুর দলের কাছে হেরে পয়েন্ট টেবলের পাঁচ নম্বর স্থানে নেমে গিয়েছে নেমে গিয়েছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট +০.১৭৪। এখনও অবধি লখনউ ৫টি ম্যাচে খেলেছে। তাতে ৩টিতে জিতেছেন ক্রুণালরা। এবং ২টি ম্যাচে হেরেছে লখনউ। ফলে ডি’ককদের ঝুলিতে এখন ৬ পয়েন্ট রয়েছে।

৬. রবিবার কেকেআরকে ৪৪ রানে হারিয়ে লিগ টেবলের ছয় নম্বরে উঠে এসেছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। দিল্লির নেট রান রেট +০.৪৭৬। দিল্লিও এখনও অবধি ৪টি ম্যাচে খেলেছে, তার ২টিতে জিতেছে। এবং ২টিতে হেরেছে।

৭. পয়েন্ট টেবলের সাত নম্বরে নেমে গিয়েছে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস। এখনও পর্যন্ত ৪টি ম্যাচে খেলে ২টিতে জিতেছেন ও ২টিতে হেরেছেন ধাওয়ানর। প্রীতির পঞ্জাবের নেট রান রেট +০.১৫২।

৮. লিগ টেবলের আট নম্বরে রয়েছে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। তারা পর পর ২টি ম্যাচে খেলে দুটিতেই হেরেছিল। তবে শনিবার সিএসকেকে হারিয়ে আটে উঠে এসেছে অরেঞ্জ আর্মি। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ২। হায়দরাবাদের নেট রান রেট -০.৮৮৯।

৯. লিগ টেবলের নয় নম্বরে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের নেট রান রেট -১.১৮১। এখনও পর্যন্ত এ বারের আইপিএলে ৪টি ম্যাচে খেলেছেন রোহিতরা। তার ৪টিতেই হারতে হয়েছে ঈশানদের।

১০. পয়েন্ট টেবলের দশ নম্বর স্থানে নেমে গিয়েছে রয়েছে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস। সিএসকের নেট রান রেট -১.২১১। চেন্নাই এখনও অবধি ৪টি ম্যাচে খেলেছে। এবং ৪টিতেই হারতে হয়েছে ধোনিদের।

আরও পড়ুন: GT vs SRH IPL 2022 Match Prediction: আজ গুজরাত-হায়দরাবাদ টক্কর

Leave a Reply