যুবভারতীতে সবুজ-মেরুন ঝড়, এএফসি কাপে শ্রীলঙ্কার দলকে হেলায় হারাল এটিকে মোহনবাগান


Published by: Sulaya Singha |    Posted: April 12, 2022 9:33 pm|    Updated: April 12, 2022 9:33 pm

এটিকে মোহনবাগান: ৫ (কাউকো-২, মনবীর-২, উইলিয়ামস-১)
ব্লু স্টার এসসি: ০

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আক্রমণে ছিলেন না রয় কৃষ্ণ। রক্ষণে অনুপস্থিত দলের অন্যতম স্তম্ভ সন্দেশ ঝিঙ্ঘান। তা সত্ত্বেও মঙ্গলবার রাতে যুবভারতীতে উঠল সবুজ-মেরুন ঝড়। আর তাতেই তছনছ হয়ে গেল শ্রীলঙ্কার ব্লু স্টার। ৫-০ গোলে জয় পকেটে পুরে এএফসি কাপের প্রাথমিক পর্ব জমিয়ে দিলেন জুয়ান ফেরান্দোর ছেলেরা।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



Leave a Reply