AFC Cup: বাগান সমর্থকদের প্রতিবাদের মঞ্চ হয়ে উঠল যুবভারতী


গ্যালারিতে বিক্ষোভের ছাপ

কলকাতা: ২ বছর পর প্রিয় দলকে কাছ থেকে দেখার সুযোগ। আগেভাগেই ম্যাচের টিকিট কেটে রেখেছিল সমর্থকরা। তবে মাঠই প্রতিবাদের মঞ্চ হয়ে ধরা দিল বাগান সমর্থকদের কাছে। দু’বছর ধরেই ধিকি ধিকি ক্ষোভ জমছিল। এএফসি কাপের (AFC Cup) ম্যাচেই সেই ক্ষোভ উগরে দিল বাগান জনতা। এটিকের সঙ্গে সংযুক্তিকরণের পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের। বেশির ভাগ সমর্থকই এই মার্জার মেনে নিতে পারেনি। অতীতে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেও, মঙ্গলের যুবভারতী (Salt Lake Stadium) জুড়ে শুধুই বিক্ষোভের সুর।

 

 

দলের পতাকা, ব্যানার নিয়ে সমর্থকদের ঢুকতে বাধা দেয় পুলিশ (police)। আর তখনই বিক্ষোভের মাত্রা আরও বেড়ে যায়। রিমুভ এটিকে ব্যানার নিয়ে বিক্ষোভ, স্লোগান চলে মাঠের বাইরেই। যুবভারতীর ৩এ গেটের সামনে চলে বিক্ষোভ। সমর্থকদের (supporters) জোড়াল দাবির সামনে এরপর পিছু হঠে পুলিশ। এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, পতাকা, টিফো নিয়ে ভেতরে প্রবেশের জন্য। বাগান জনতা প্রাথমিক জয়টা ওখানেই পেয়ে যান। কারণ দুর্বল শ্রীলঙ্কার ক্লাব দলের বিরুদ্ধে জনিদের জয়টা ছিল শুধুই সময়ের অপেক্ষা।

মাঠে ঢুকে একের পর এক ব্যানার ঝুলিয়ে দিলেন বাগান সর্মথকরা। ম্যাচ শুরুর আগে টিফোয় কড়া বার্তা কর্তাদের। কোথাও লেখা, ‘ব্রিং ব্যাক মোহনবাগান।’ কোথাও আবার লেখা, ‘উই আর সাপোর্টারস, নট ইওর কাস্টমার্স।’ ম্যাচ দেখতে হাজির ছিল ২৪,৭১৯ দর্শক। যুবভারতী জুড়ে ধরা দিল প্রতিবাদের ভাষা। ম্যাচে যদিও বড় জয় পেল মোহনবাগান। জনি কাউকো, মনবীর সিংয়ের জোড়া গোলে ভর করে ৫-০ গোলে শ্রীলঙ্কার ক্লাবকে হারাল সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু ম্যাচ শেষে মাঠে দুজন দর্শক ঢুকে পরায় ১০ হাজার ডলার জরিমানা করা হয়েছে মোহনবাগানকে।

 

আরও পড়ুন : IPL 2022: ‘হার্দিক হাফসেঞ্চুরি করলে চাকরি ছেড়ে দেব’, ভাইরাল এক ক্রিকেট ভক্তের ব্যানার

আরও পড়ুন : Rafael Nadal: বার্সেলোনা ওপেন থেকে সরলেন নাদাল

Leave a Reply