মুম্বই: আইপিএল-২০২২ (IPL 2022) এ আজ, মঙ্গলবার মুখোমুখি রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। একটা দল টুর্নামেন্টের চার বারের বিজয়ী, অপর দলটা একবারও ট্রফির স্বাদ পায়নি। কিন্তু এই মরসুম অন্য কথা বলছে। চলতি আইপিএলে টানা ৪টে ম্যাচে হেরে লিগ টেবলের ‘লাস্ট বয়’-য়ের তকমা লেগেছে সিএসকের গায়ে। আরসিবি ও চেন্নাই, দুই দলই এই মরসুমে নেতা বদলেছে। তবে নেতা বদলে চেন্নাইয়ের ভাগ্যটা মোটেও ভালো কাটছে না। অন্যদিকে আরসিবি ভালো জায়গাতেই থেকেই মাঠে। এ বার বিরাটরা ৪ ম্যাচের তিনটিতে জিতেছে। মরসুমের প্রথম ম্যাচে হারার পর জয়ের হ্যাটট্রিক হয়ে গিয়েছে আরসিবির। ফলে স্বাভাবিকভাবেই চেন্নাইয়ের বিরুদ্ধে নামার আগে দু’প্লেসিদের আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে।