History in Bundesliga: ফুটবলারের রোজা ভাঙার জন্য ম্যাচ থামালেন রেফারি
Image Credit source: Twitter
মিউনিখ: কেউ কেউ কখনও এমন কাজ করেন, সারা বিশ্ব প্রশংসায় ভরিয়ে দেন তাঁকে। মাথিয়াস জোলেনবেক (Matthias Jollenbeck) যেমন। এর আগে তেমন পরিচিত ছিলেন না তিনি। কিন্তু একটা সিদ্ধান্ত তাঁকে বিশ্ববাসীর কাছে পরিচিত করে তুলেছে। পেশার রেফারি জোলেনবেক। তাতেও পুরোটা বলা হবে না। যদি না তুলে ধরা হয় তাঁর মানবিক মুখ। ঘটনা বুন্দেশলিগার (Bundesliga) একটা ম্যাচের। রমজান মাস চলছে। রোজা রাখছেন সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা। বুন্দেশলিগার মিনজ় আর অগসবার্গের ম্যাচ কিছুক্ষণের জন্য থামিয়ে দিয়েছিলেন জোলেনবেক। যাতে মিনজ়ের ডিফেন্ডার মুসা নিয়াখাতে (Moussa Niakhate) রোজা ভাঙতে পারেন। রমজান মাসে দিনভর রোজা রাখাই নীতি। জলও পর্যন্ত পান করা যায় না। ম্যাচের তখন ৬৫ মিনিট বয়। সদ্য় সন্ধে নেমেছে। তখনই খেলা থামিয়ে দেন জোলেনবেক। যাতে মুসা জল পান করতে পারেন। ইউক্রেন হামলা নিয়ে যখন সারা বিশ্ব রাশিয়ার নিন্দায় মুখর, জোলেনবেকের মতো কেউ কেউ তখন মানবিক হয়ে উঠছেন। বুন্দেশলিগার ইতিহাসে এমন ঘটনা প্রথম।
ইংলিফ প্রিমিয়ার লিগে গত বছর এমন ঘটনা ঘটেছিল। লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচ কিছুক্ষণের জন্য থামিয়ে দিয়েছিলেন রেফারি গ্রাহাম স্কট। যাতে দুই টিমের দুই ফুটবলার জলপান করতে পারেন। ওই ঘটনা নিয়ে খুব আলোচনা হয়েছিল। বুন্দেশলিগার ম্যাচে কিন্তু রোজা ভাঙার জন্য ম্যাচে জলপান বিরতি দেওয়ার কোনও নির্দেশ দেওয়া হয়নি। রেফারি জোলেনবেকই নিজের ইচ্ছেয় থামিয়েছিলেন ম্যাচ। মাঠে ম্যাচ পরিচালনা করার পাশাপাশি অনেক কিছুই রেফারিরা নিয়ন্ত্রণ করেন। তীব্র গরমে ফুটবলারদের কথা ভেবে অনেক সময় তাঁরা জলপান বিরতির দেন। জোলেনবেকও তাই করেছেন। সেই কারণেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সকলে।
For the first time in history, a Bundesliga game was stopped for so that a Muslim player could break his fast during the match.
In the game between Augsburg and Mainz 05, the referee stopped the game at sunset so Moussa Niakhaté could take some fluids. pic.twitter.com/I8oqcP2Xpg
— . (@Alhamdhulillaah) April 12, 2022
জার্মান ফুটবল লিগের রেখারি কমিটির প্রধান লুটজ় মাইকেল ফ্রোলিক বলেছেন, ‘এই রকম ক্ষেত্রে কোনও নির্দেশ সাধারণত দেওয়া হয় না। তবে আমাদের রেফারি যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে আমরা অবশ্যই সমর্থন করি। কোনও প্লেয়ার যদি রোজা ভাঙার জন্য জলপানের অনুরোধ করে, তাকে অবশ্যই সে সুযোগ দিতে হবে।’
আরও পড়ুন: Australia Cricket: জাস্টিন ল্যাঙ্গারের জায়গায় অস্ট্রেলিয়া টিমের কোচ হলেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড