জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ
মুম্বই: আগামীকাল, শুক্রবার পয়লা বৈশাখ এবং নববর্ষের প্রথম দিন আইপিএল-১৫-র (IPL 2022) ম্যাচে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হবে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এখনও অবধি এ বারের আইপিএলে ৫টি ম্যাচে খেলেছেন শ্রেয়সরা। তার ৩টিতে জয় ও ২টি হার জুটেছে উমেশ যাদবদের ভাগ্যে। তবে এই মুহূর্তে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ২ নম্বরে রয়েছে কেকেআর। বাঙালি নববর্ষের প্রথম দিন কলকাতাপ্রেমীরা মনেপ্রাণে চাইবে কেকেআর জিতুক। নতুন নেতা শ্রেয়সও চাইবেন না তাঁর দলের সমর্থকদের নিরাশ করতে। শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে বড় ব্যবধানে হেরেছিল কিং খানের দল। তাই হায়দরাবাদকে হারিয়ে জয়ে ফিরতে মরিয়া রাহানেরা। অন্যদিকে টুর্নামেন্টের প্রথম ২টো ম্যাচে হারার পর, চেন্নাই ও গুজরাতকে পরপর দুটো ম্যাচে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে নিজামের শহরের দল। তাই নাইটদের মুখে নামার জন্য় তৈরি উইলিয়ামসনের অরেঞ্জ আর্মি। ফলে আগামীকাল ব্র্যাবোর্ন স্টেডিয়ামে কোন দল জেতে সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি কবে হবে?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি (১৫ এপ্রিল) আগামীকাল, শুক্রবার হবে।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি কোথায় হবে?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে হবে।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে।
কোথায় দেখা যাবে সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াড: কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ, উমরান মালিক, ওয়াশিংটন সুন্দর, নিকোলাস পুরান, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, প্রিয়ম গর্গ, রাহুল ত্রিপাঠী, অভিষেক শর্মা, কার্তিক ত্যাগী, শ্রেয়স গোপাল, জগদীশা সুচিথ, এইডেন মার্করাম, মার্কো জ্যানসেন, রোমারিও শেফার্ড, শন অ্যাবট, আর সমর্থ, শশাঙ্ক সিং, সৌরভ দুবে, বিষ্ণু বিনোদ, গ্লেন ফিলিপস, ফজলহক ফারুকী।
কেকেআর স্কোয়াড: আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, শ্রেয়স আইয়ার, নীতীশ রানা, প্যাট কামিন্স, শিবম মাভি, শেল্ডন জ্যাকসন, অজিঙ্ক রাহানে, রিংকু সিং, রশিখ দার, বাবা ইন্দ্রজিৎ, চামিকা করুণারত্নে, অভিজিৎ তোমর, প্রথম সিং, অশোক শর্মা, স্যাম বিলিংস, অ্যারন ফিঞ্চ, টিম সাউদি, রমেশ কুমার, উমেশ যাদব, আমন খান।
আরও পড়ুন: IPL 2022: উমেশের প্রশংসায় পঞ্চমুখ তাঁর নাইট সতীর্থ সাউদি