এ বারের লিগে এখনও ছন্দে নেই বিরাট।
Image Credit source: Twitter
মুম্বই: স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, জো রুট, বাবর আজমদের (Babar Azam) মতো তারকারা থাকবেন আলোচনায়। কিন্তু টেস্ট সেরা ব্যাটার যদি বাছতে হয়, কার নাম থাকবে সবার আগে? বিরাট কোহলি (Virat Kohli)। আর কেউ নন, এমনই মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসন (Shane Watson) বলছেন এমন কথা। প্রায় তিন বছর আগে টেস্ট ক্রিকেটে শেষ সেঞ্চুরি করেছেন বিরাট। নেতৃত্ব ছাড়ার পরও ব্যাট হাতে সে ভাবে ঝলসে উঠতে পারছেন না। শুরুটা ভালো করলেও দক্ষিণ আফ্রিকা সফরে কিংবা শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে সেঞ্চুরি বের করে আনতে পারেননি। ব্যাটিং গড়ও ধীরে ধীরে পড়ছে। তবু বিরাটকেই সেরার তালিকায় এক নম্বরেই রাখছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। বিরাট কেমন ব্য়াটার ব্যাখ্যা করতে গিয়ে ওয়াটসন বলেছেন, টেস্ট ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারের পারফরম্যান্স অনেকটা অতিমানবিক।
আইসিসির এক রিভিউ ভিডিওতে ওয়াটসন বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে আমি সব সময় বিরাটকেই এক নম্বরে রাখি। ও অনেকটা অতিমানবিক খেলা খেলে। যখনই ও ব্যাট করতে মাঠে নামে, নিজেকে সেরা জায়গায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।’
টেস্ট ব়্যাঙ্কিংয়ে এই মুহূর্তে এক নম্বর ব্যাটার অস্ট্রেলিয়ার মার্নাস লাবুসেন। ২৬ টেস্টে ৫৪.৩১ গড়। সেরাদের তালিকায় ধারাবাহিকতার কারণেই ঢুকে পড়েছেন তিনি। কিন্তু এই আলোচনায় তাঁরাই জায়গা পেয়েছেন, যাঁরা অন্তত ৪০টা টেস্টে খেলেছেন। বিরাটের পর কে সেরা ওয়াটসনের নজরে? পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজমকে এগিয়ে রাখছেন তিনি। ‘ও নিজের খেলাকে বদলে ফেলেছে অনেকখানি। অন্য ফর্ম্যাটগুলোর পাশাপাশি টেস্টেও সেরাটা দিতে পারছে। এই মুহূর্তে বাবরই দু’নম্বরে থাকবে।’
বিশ্ব ব়্যাঙ্কিংয়ের নিরিখে বাবর অবশ্য পাঁচ নম্বরে রয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে হেরে গেলেও পাক অধিনায়ক দারুণ ছন্দে ছিলেন। স্মিথকে তারপর রাখছেন ওয়াটসন। তাঁর ব্যাখ্যা হল, ‘ইদানীং স্মিথ একটু বেশি সময় নিয়ে খেলছে। বোলারদের উপর খুব বেশি চাপ তৈরি করতে পারছে না। যেটা ও ওর সেরা ফর্মে করত। আর সেই কারণেই স্মিথ তিনে থাকবে।’
নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসনকে চারে রাখছেন ওয়াটসন। পাঁচে ইংল্যান্ডের জো রুট। ‘যে কোনও পরিবেশে, যে কোনও পরিস্থিতিতে বোলারদের উপর চাপ কী ভাবে তৈরি করতে হয়, সেটা খুব ভালো করে জানে স্মিথ। ওকে চারে রাখব। পাঁচে থাকবে রুট। ও সম্প্রতি সেঞ্চুরি করেছে ঠিকই, পাঁচেই রাখব ওকে।’
আরও পড়ুন : IPL 2022: উমেশের প্রশংসায় পঞ্চমুখ তাঁর নাইট সতীর্থ সাউদি