ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের (FA Cup) প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) ও য়ুর্গেন ক্লপের লিভারপুল (Liverpool)। ৩-২ গোলে বের্নান্দো সিলভাদের হারিয়ে এফএ কাপের ফাইনালে পৌঁছে গেলেন সাদিও মানেরা। শেষ ২০১২ সালে এফএ কাপের ফাইনালে উঠেছিল লিভারপুল। ফলে দীর্ঘ ১০ বছরের অপেক্ষার পর ফাইনালে উঠল লিভারপুল। প্রথমার্ধেই তিন গোল করে ফাইনালের দিকে পা বাড়িয়ে ছিলেন মহম্মদ সালাহরা। লিভারপুলের কাছে প্রথমার্ধে রীতিমতো কোনঠাসা হয়ে গিয়েছিল ম্যান সিটি। দ্বিতীয়ার্ধে ২ গোল শোধ করলেও, এফএ কাপের ফাইনালে ওঠা হল না গুয়ার্দিওলার ছেলেদের।
Publish Date – 10:40 am, Sun, 17 April 22