FA Cup: প্যালেসকে হারিয়ে এই নিয়ে টানা তৃতীয়বার এফএ কাপের ফাইনালে চেলসি


ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের (FA Cup) দ্বিতীয় সেমিফাইনালে রবিরাতে মুখোমুখি হয়েছিল চেলসি (Chelsea) ও ক্রিস্টাল প্যালেস (Crystal Palace)। সেই ম্যাচে ২-০ গোলে জিতে এফএ কাপের ফাইনালে পৌঁছে গেল থমাস তুচেলের ছেলেরা। এই নিয়ে টানা তৃতীয়বার এফএ কাপের ফাইনালে উঠল চেলসি। তবে সেমিফাইনালে প্রথমার্ধে প্যালেসের বিরুদ্ধে গোলদর্শন হয়নি ব্লুজদের। দ্বিতীয়ার্ধেই এসেছে চেলসির দুই গোল।


Publish Date – 3:50 pm, Mon, 18 April 22

Leave a Reply