টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট চাহালের দখলে
Image Credit source: Twitter
মুম্বই: যেন এই আইপিএলের (IPL 2022) সব ‘প্রথম’ দেখা যাবে রাজস্থান রয়্যালসেই (Rajasthan Royals)! এই আইপিএলের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন জস বাটলার। দ্বিতীয়টাও পেয়েছেন সোমবার, কেকেআরের বিরুদ্ধে। সঞ্জু স্যামসনের টিমই প্রথম হ্যাটট্রিকের ঝলক দেখাল। যুজবেন্দ্র চাহলের (Yuzvendra Chahal) দুরন্ত বোলিয়েই পাল্টে গেল ম্যাচের ভাগ্য। শেষ ওভারে হ্যাটট্রিক সহ নিলেন ৪ উইকেট। প্রথম তিন ওভারে একটা উইকেট নিয়েছিলেন। তবে দিয়েছিলেন প্রচুর রানও। কিন্তু চতুর্থ ওভারে তাঁকে আর সামলাতে পারলেন না নাইট ব্যাটাররা। ৩১ বছরের লেগস্পিনার ৪০ রান দিয়ে নিলেন ৫ উইকেট। এ বারের আইপিএলে হ্যাটট্রিকের পাশাপাশি ৫ উইকেটও প্রথম। সব মিলিয়ে ২১তম হ্যাটট্রিক হল আইপিএলে। আরসিবির হয়ে অত্যন্ত সফল ছিলেন চাহাল। সেখান থেকে এ বার ফিরেছেন আইপিএলে তাঁর প্রথম টিম রাজস্থানে। সাফল্য তবু চাহালকে ছাড়েনি।
একটা সময় পর্যন্ত কেকেআর দুরন্ত এগোচ্ছিল। মনে হচ্ছিল রাজস্থানের বিপুল রান তাড়া করে জিতে যাবে কেকেআর। সেখান থেকেই খেলা বদলে দেন ম্যাচের নায়ক চাহাল। বলছেনও, ‘ম্য়াচের গতি ঘোরাতে হলে ওই পরিস্থিতিতে আমাকে উইকেট নিতেই হত। আমি নিজের বোলিং নিয়ে কাজ করছি অনেক দিন ধরে। এই রকম পরিস্থিতিতে কী ভাবে বোলিং করব, তা নিয়ে কোচ এবং ক্যাপ্টেনের সঙ্গে কথাও বলেছি।’
Special feat deserves special celebration! ??
Hat-trick hero @yuzi_chahal! ? ?
Follow the match ▶️ https://t.co/f4zhSrBNHi#TATAIPL | #RRvKKR | @rajasthanroyals pic.twitter.com/NhAmkGdvxo
— IndianPremierLeague (@IPL) April 18, 2022
শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, শিবম মাভি, প্যাট কামিন্সদের উইকেট তাঁর ঝুলিতে। কামিন্স ছিল তাঁর হ্যাটট্রিক উইকেট। ওই বলটা করার আগে কী ভেবেছিলেন চাহাল? তাঁর কথায়, ‘আমি গুগলি করার কথাই ভেবেছিলাম প্রথমে। কিন্তু তারপর ভাবনা বদলেও ফেলি। একটাই জিনিস ভালো লেগেছে, ওই বলটা হ্যাটট্রিক দেওয়ার পাশাপাশি ডট বলও হয়েছিল।’
লেগস্পিনার চাহালের সেরা অস্ত্র হল তাঁর গুগলি। চকিত টার্ন আর গতি দিয়েই উইকেট তোলেন তিনি। চাহাল মানছেনও, ‘আমার হাত থেকে গুগলিটা দারুণ বেরোয়। ওই গুগলি দিয়েই ভেঙ্কটেশের উইকেটটা তুলেছিলাম।’ আইপিএলে এখন সবচেয়ে বেশি উইকেট চাহালেরই ঝুলিতে। ৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন। শুরুতেই যদি এই হয়, তা হলে আইপিএলের শেষে কত উইকেট থাকবে চাহালের পকেটে?
আরও পড়ুন : IPL 2022: টিমের মনোভাবেই কি নিজের উপর নিয়ন্ত্রণ হারালেন শ্রেয়স আইয়ার?