KL Rahul-Athiya Shetty: শীতের আমেজেই বিয়ের পিড়িতে বসতে পারেন কেএল রাহুল ও আথিয়া
মুম্বই: বলিউডে বিয়ের (Wedding) মরসুম চলতে থাকে সারা বছর ধরেই। সদ্য সাতপাঁকে বাঁধা পড়েছেন বলিউডের ‘হট কাপল’ আলিয়া ভাট ও রণবীর কাপুর। মুম্বইয়ের জুহুতে কাপুর পরিবারের ‘বাস্তু’-বাড়িতে ধুমধাম করে বিয়ে করেছেন এই দুই তারকা। এরইমধ্যে শোনা গিয়েছে রুপোলি পর্দার আরও এক সুন্দরীর বিয়ে হতে চলেছে চলতি বছরের শেষেই। ক্রিকেট (Cricket) আর বলিউডের একাধিক পাওয়ার কাপল বিয়ে করেছেন এর আগে। যার মধ্যে বর্তমানে সব থেকে বেশি আলোচনা হয় বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে নিয়ে। তবে এই তালিকায় পিছিয়ে নেই সুনীল শেট্টির আদরের মেয়ে আথিয়া শেট্টিও (Athiya Shetty)। ভারতীয় ক্রিকেটার কেএল রাহুলের (KL Rahul) সঙ্গে তিনি যে চুটিয়ে প্রেম করছেন তা কারও অজানা নয়। তবে, হঠাৎ করেই শোনা যাচ্ছে চলতি বছরের শেষে ভারতের তারকা ক্রিকেটার লোকেশ রাহুল ও আথিয়া শেট্টি বিয়ের পিড়িতে বসতে চলেছেন।
সূত্রের খবর অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরে দক্ষিণ ভারতীয় রীতি মেনে বিয়ে করতে পারেন লোকেশ রাহুল-আথিয়া। দু’জনই তাঁদের সম্পর্ক নিয়ে কোনওদিন লুকোছাপা করেননি। কেএল কোনও বিদেশ সফরে গেলে সেখানে বেশিরভাগ সময়ই হাজির থাকেন আথিয়া। কেএলকেও দেখা গিয়েছে আথিয়ার ভাই অহন শেট্টির প্রথম সিনেমার প্রিমিয়ারে। দু’জনই সুযোগ পেলে একসঙ্গে সময় কাটান। সোশ্যাল মিডিয়ায় ছবি দেখলেই তা বোঝা যায়। তবে বর্তমানে কেএল ব্যস্ত আইপিএল-২০২২ (IPL 2022) এ। তিনি এ বারের দুই নতুন দলের এক দল, লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। ফলে বাড়তি দায়িত্ব নিয়ে দলকে বেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। লখনউয়ের ম্যাচ চলাকালীন গ্যালারিতে দেখাও গিয়েছে সুনীল শেট্টি ও আথিয়া শেট্টিকে।
রাহুল বা আথিয়ার তরফ থেকে এখনই তাঁদের বিয়ের ব্যাপারে কোনও ঘোষণা না করা হলেও, জানা গিয়েছে, দুই পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজন নাকি শুরু হয়ে গিয়েছে। অভিনেতা সুনীল শেট্টি ও ভারতীয় ক্রিকেটার কেএল রাহুলের জন্ম ম্যাঙ্গালোরে। যার ফলে শ্বশুর-জামাইয়ের জন্মসূত্রে দক্ষিণ ভারতের যোগ রয়েছে। তাই দক্ষিণ ভারতীয় রীতি মেনেই এই ক্রিকেট-বলিউড তারকা জুটির বিয়ে হতে পারে। মনসুর আলি খান পতোদি-শর্মিলা ঠাকুর, হরভজন সিং-গীতা বসরা, যুবরাজ সিং-হ্যাজেল কিচ, বিরাট কোহলি-অনুষ্কা শর্মার পর আবার এক ক্রিকেটার ও গ্ল্যামার দুনিয়ার জুটির (কেএল রাহুল-আথিয়া শেট্টি) নতুন সফরের অপেক্ষায় রয়েছে সকলেই।
আরও পড়ুন: IPL 2022: শেষ মুহূর্তে কামিন্সের জন্য কী দাওয়াই রেখেছিলেন চাহাল?