Wisden’s ‘Cricketers of the Year’: উইজডেন (Wisden) এর পক্ষ থেকে প্রকাশ করা হল বছরের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকা। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের দুই ক্রিকেটার। ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং জশপ্রীত বুমরা (Jasprit Bumrah) রয়েছেন উইজডেনের বছরের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায়। এ ছাড়া নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে, ইংল্যান্ডের ফাস্ট বোলার ওলি রবিনসন (Ollie Robinson) এবং দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ডেন ভ্যান নিয়েকার্ক (Dane Van Niekark) ও রয়েছেন।
Publish Date – 3:21 pm, Thu, 21 April 22