মাহি মার রাহা হ্যায়…
Image Credit source: Twitter
মুম্বই ইন্ডিয়ান্স – ১৫৫/৭ (২০)
চেন্নাই সুপার কিংস- ১৫৬/৭ (২০)
নভি মুম্বই: আইপিএল (IPL 2022) ইতিহাসের দুই সেরা দলের লড়াই। এ বার ফর্মের বিচারে যতই খারাপ অবস্থায় থাকুক না কেন, মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) লড়াই মানেই অন্য মাত্রা। আজকের ম্যাচটাও তারই প্রমাণ। ১৫৫ বর্তমান সময়ে টি-২০ ক্রিকেটে খুব বড় স্কোর নয়। কিন্তু লড়াইটা যখন মুম্বই ও চেন্নাইয়ের, তখন এই রানের ম্যাচটাও শেষ বল পর্যন্ত যাবে সেটাই তো স্বাভাবিক। আর শেষ বল পর্যন্ত ম্যাচ গেলে একটাই নাম গ্যালারিতে ঝড় তোলে। মহেন্দ্র সিং ধোনি। শেষ ওভারে ১৭ রান বাকি ছিল। প্রিটোরিয়াস আউট। ব্রাভো একটা রান নিয়ে বাকিটা ছাড়লেন মাহির ওপর। ৪ বলে ১৬ রান তুলে দলকে দ্বিতীয় জয় এনে দিলেন মাহি। শেষ বয়সে এসেও শেষ বলে ম্যাচ জেতাচ্ছেন এমএসডি।
MSD finishes it off in style!!! #TATAIPL pic.twitter.com/ZhtyE2UKfW
— IndianPremierLeague (@IPL) April 21, 2022
টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিং করতে পাঠানোর প্রথা এ দিনও ভাঙেননি চেন্নাই অধিনায়ক জাদেজা। সম্মানের লড়াইয়ে ব্যর্থ মুম্বই ক্যাপ্টেন রোহিত। খাতা খোলার আগেই আউট হিটম্যান। সেই ওভারে আর এক ওপেনার ঈশান কিষানও শূন্য রানে ফিরলেন প্যাভেলিয়ানে। তাঁরও অফস্টাম্প উড়িয়ে দিলেন তরুণ মুকেশ চৌধুরি। প্রথম ওভারেই এমন ধাক্কা খেল মুম্বই যে তা থেকে বেড়িয়ে আসতে খাবি খেল তারা। স্কোর বোর্ডে ৫০ রান ওঠার আগেই চার উইকেট হারিয়ে কেঁপে গেল রোহিতের দল। একমাত্র ফর্মে থাকা সূর্যকুমার যাদব ৩২ রান করলেন। কিন্তু দলকে বিপদ থেকে উদ্ধার করতে পারলেন না। দুই তরুণ হৃত্বিক ও তিলক টানা শুরু করলেন, কিন্তু চাপের কাছে প্রথম ম্যাচ খেলতে নামা হৃত্বিক ২৫ রানে আউট। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া পোলার্ড ১৪ রানের বেশি রান তুলতে পারলেন না। ড্যনিলেয় স্যামসের ব্যাট থেকে এল ৫ রান। উল্টোদিকে একাই লড়াই করে গেলেন তিলক বর্মা। তাঁর হাফ সেঞ্চুরি ও ৯ নম্বরে নামা উনাদকাট ১৯ রানে ভর করে ১৫০ রানের গন্ডি পার করে ২০ ওভারে ১৫৫ পর্যন্ত পৌঁছাল মুম্বই। চেন্নাইয়ের হয়ে ৩টি উইকেট মুকেশ চৌধুরির। ২টি উইকেট ব্রাভোর। আরও আগেই শেষ হতে পারত মুম্বইয়ে ইনিংস, কিন্তু একটি স্টাম্পিং ও চারটি ক্যাচের সুযোগ নষ্ট করলেন সিএসকের ক্রিকেটাররা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চেন্নাই শিবিরেও বড় ধাক্কা। প্রথম বলেই আউট ঋতুরাজ গায়কোয়াড়। তিন নম্বরে নামা মিচেল স্যান্টনার ব্য়াট চালিয়ে চাপ সরানোর চেষ্টা করলেন। কিন্তু সফল হতে পারলেন না। তৃতীয় ওভারে তিনিও ফিরলেন। ৯ নম্বর ওভারে ব্যক্তিগত ৩০ রানে ফিরলেন উথাপ্পা। এরপর শিবম ও আম্বাতির উইকেট হারাল চেন্নাই। রোহিচের দল ব্যাট হাতে প্রতিপক্ষকে চাপে ফেলতে না পারলেও বল হাতে মাপা বোলিংয়ে ম্যাচ জমিয়ে দিল। ধোনি যখন ক্রিজে এলেন তখন ৩১ বলে ৫৪ রানের প্রয়োজন চেন্নাইয়ের। পরের ওভারেই ফিরলেন ক্যাপ্টেন জাদেজা। ধোনির একার লড়াই। প্রশ্ন ছিল শেষ ওভার পর্যন্ট ম্যাচ টেনে নিয়ে গেলে ধোনি কি পারবেন? উত্তরটা দিয়ে দিল ম্যাচের শেষ ওভার। একটা ছয় দুটো চার। শেষ ওভারে তিন উইকেট ম্যাচ জিতে টুর্নামেন্টে দ্বিতীয় জয় তুলে নিল চেন্নাই সুপার কিংস। রোহিতের মুম্বইয়ের হাতে আরও একটা ব্যর্থতা।
আরও পড়ুন : IPL: ধোনি-বিরাট আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি উপার্জনকারী ৫ ক্রিকেটার