IPL 2022: চলতি আইপিএলে রিটেইনের মান রাখতে পারেননি যে ক্রিকেটাররা


IPL 2022: চলতি আইপিএলে রিটেইনের মান রাখতে পারেননি যে ক্রিকেটাররা

কলকাতা: আইপিএল-২০২২ (IPL 2022) এর ৩৩টি ম্যাচ হয়ে গিয়েছে। যে সকল ক্রিকেটারদের এ বারের টুর্নামেন্ট শুরুর আগে রিটেইন করে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিগুলো, তাঁদের মধ্যে অনেকেই নিজেদের দলের জন্য সেরা পারফরম্যান্স দিতে পারেনি। গতকাল আইপিএলে মুখোমুখি হয়েছিল রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। আপাতত গুজরাত ও আরসিবির ঝুলিতে রয়েছে ১০ পয়েন্ট করে। রাজস্থান, লখনউ ও হায়দরাবাদের পয়েন্ট ৮ করে। দিল্লি, কেকেআর ও পঞ্জাবের পয়েন্ট রয়েছে ৬ করে। তবে চলতি আইপিএলে রিটেইন করা ক্রিকেটাররা সেভাবে নিজেদের সেরাটা দিতে পারলে লিগ টেবলের ছবিটা অন্যরকম হতে পারত।

জেনে নিন চলতি আইপিএলে রিটেইনের মান রাখতে পারেননি কোন ক্রিকেটাররা…

  1. বিরাট কোহলি – আরসিবির অধিনায়কত্বের দায়িত্ব এ বছর ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। তবে তাঁকে এ বারের আইপিএলের নিলামের আগে রিটেইন করে রেখেছিল আরসিবি। চলতি আইপিএলে কোহলি এখনও অবধি ৭টি ম্যাচে খেলেছেন তবে করেছেন মাত্র ১১৯ রান। যা কোহলির নামের প্রতি সুবিচার করছে না।
  2. রোহিত শর্মা – আইপিএল-২০২২ এ পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। সেই দলের অধিনায়ক রোহিত শর্মা। তবে চলতি আইপিএলে ফর্মে নেই রোহিতও। মোট ৭ ম্যাচে হিটম্যানের ঝুলিতে এসেছে মাত্র ১১৪ রান।
  3. মইন আলি – সিএসকের তারকা অলরাউন্ডার মইন আলিও ভরসা দিতে ব্যর্থ। এ বারের আইপিএলের মোট ৫টি ম্যাচে খেলে ৮৭ রান করেছেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার।
  4. অক্ষর প্যাটেল – দিল্লি ক্যাপিটালস চলতি আইপিএলের নিলামের আগে রিটেইন করে রেখেছিল অক্ষর প্যাটেলকে। তবে অক্ষর তাঁর দলের প্রতি সুবিচার করতে পারছেন না। এখনও অবধি ৬টি ম্যাচে খেলে মাত্র ৩ টি উইকেট নিয়েছেন। এবং রান খরচ করেছেন ১৫৯।
  5. মহম্মদ সিরাজ – গতবার আরসিবির জার্সিতে মহম্মদ সিরাজের পারফরম্যান্স এতটাই নজরকাড়া ছিল যে, এই আইপিএলের আগে তাঁকে রিটেইন করেছিল সিরাজ। তবে এ বারের আইপিএলে এখনও অবধি ৭ ম্যাচে ৬ টি উইকেট নিয়েছেন এবং ২৭৭ রান খরচ করেছেন।
  6. ভেঙ্কটেশ আইয়ার – গত আইপিএলের সেরা আবিষ্কার ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। তবে দেশের মাঠে চলতি আইপিএলে ভেঙ্কি ম্যাজিক ভ্য়ানিস। এখনও অবধি আইপিএলের ১৫তম সংস্করণে ৭ ম্যাচে খেলে ১০৯ রান করেছেন ভেঙ্কি। যা তাঁর নামের পাশে খুব একটা মানাচ্ছে না।
  7. ঋতুরাজ গায়কোয়াড় – গতবারের অরেঞ্জ ক্যাপজয়ী তারকা ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড় চলতি আইপিএলে সেভাবে ছন্দে নেই। এখনও অবধি এই মরসুমের ৭ ম্যাচে ঋতুর ব্যাটে এসেছে ১০৮ রান।

Leave a Reply