IPL 2022: চলতি আইপিএলে রিটেইনের মান রাখতে পারেননি যে ক্রিকেটাররা
কলকাতা: আইপিএল-২০২২ (IPL 2022) এর ৩৩টি ম্যাচ হয়ে গিয়েছে। যে সকল ক্রিকেটারদের এ বারের টুর্নামেন্ট শুরুর আগে রিটেইন করে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিগুলো, তাঁদের মধ্যে অনেকেই নিজেদের দলের জন্য সেরা পারফরম্যান্স দিতে পারেনি। গতকাল আইপিএলে মুখোমুখি হয়েছিল রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। আপাতত গুজরাত ও আরসিবির ঝুলিতে রয়েছে ১০ পয়েন্ট করে। রাজস্থান, লখনউ ও হায়দরাবাদের পয়েন্ট ৮ করে। দিল্লি, কেকেআর ও পঞ্জাবের পয়েন্ট রয়েছে ৬ করে। তবে চলতি আইপিএলে রিটেইন করা ক্রিকেটাররা সেভাবে নিজেদের সেরাটা দিতে পারলে লিগ টেবলের ছবিটা অন্যরকম হতে পারত।
জেনে নিন চলতি আইপিএলে রিটেইনের মান রাখতে পারেননি কোন ক্রিকেটাররা…
- বিরাট কোহলি – আরসিবির অধিনায়কত্বের দায়িত্ব এ বছর ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। তবে তাঁকে এ বারের আইপিএলের নিলামের আগে রিটেইন করে রেখেছিল আরসিবি। চলতি আইপিএলে কোহলি এখনও অবধি ৭টি ম্যাচে খেলেছেন তবে করেছেন মাত্র ১১৯ রান। যা কোহলির নামের প্রতি সুবিচার করছে না।
- রোহিত শর্মা – আইপিএল-২০২২ এ পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। সেই দলের অধিনায়ক রোহিত শর্মা। তবে চলতি আইপিএলে ফর্মে নেই রোহিতও। মোট ৭ ম্যাচে হিটম্যানের ঝুলিতে এসেছে মাত্র ১১৪ রান।
- মইন আলি – সিএসকের তারকা অলরাউন্ডার মইন আলিও ভরসা দিতে ব্যর্থ। এ বারের আইপিএলের মোট ৫টি ম্যাচে খেলে ৮৭ রান করেছেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার।
- অক্ষর প্যাটেল – দিল্লি ক্যাপিটালস চলতি আইপিএলের নিলামের আগে রিটেইন করে রেখেছিল অক্ষর প্যাটেলকে। তবে অক্ষর তাঁর দলের প্রতি সুবিচার করতে পারছেন না। এখনও অবধি ৬টি ম্যাচে খেলে মাত্র ৩ টি উইকেট নিয়েছেন। এবং রান খরচ করেছেন ১৫৯।
- মহম্মদ সিরাজ – গতবার আরসিবির জার্সিতে মহম্মদ সিরাজের পারফরম্যান্স এতটাই নজরকাড়া ছিল যে, এই আইপিএলের আগে তাঁকে রিটেইন করেছিল সিরাজ। তবে এ বারের আইপিএলে এখনও অবধি ৭ ম্যাচে ৬ টি উইকেট নিয়েছেন এবং ২৭৭ রান খরচ করেছেন।
- ভেঙ্কটেশ আইয়ার – গত আইপিএলের সেরা আবিষ্কার ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। তবে দেশের মাঠে চলতি আইপিএলে ভেঙ্কি ম্যাজিক ভ্য়ানিস। এখনও অবধি আইপিএলের ১৫তম সংস্করণে ৭ ম্যাচে খেলে ১০৯ রান করেছেন ভেঙ্কি। যা তাঁর নামের পাশে খুব একটা মানাচ্ছে না।
- ঋতুরাজ গায়কোয়াড় – গতবারের অরেঞ্জ ক্যাপজয়ী তারকা ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড় চলতি আইপিএলে সেভাবে ছন্দে নেই। এখনও অবধি এই মরসুমের ৭ ম্যাচে ঋতুর ব্যাটে এসেছে ১০৮ রান।