খেলার দুনিয়ায় ৫ জনপ্রিয় দম্পতিদের দেখে নিন ছবিতে


একই খেলার সঙ্গে যুক্ত থেকে মন দেওয়া নেওয়ার ঘটনা তো থাকেই। পাশাপাশি ভিন্ন খেলার হয়েও কেউ কেউ সারাটা জীবন একসঙ্গে পথে চলেন। দেখে নিন খেলার দুনিয়ার কিছু জনপ্রিয় দম্পতিদের ছবি…


Publish Date – 7:45 am, Sat, 23 April 22

1 / 5

সাক্ষী মালিক ও সত্যওয়ার্ত কাদিয়ান – বজরং-সঙ্গীতার মতোই ভারতের আরও এক কুস্তিগির দম্পতি বেশ জনপ্রিয়। সাক্ষী মালিক (Sakshi Malik) ও সত্যওয়ার্ত কাদিয়ান (Satyawart Kadian)। এই তারকা জুটি ২০১৭ সালে গাঁটছড়া বেঁধেছেন।

2 / 5

বজরং পুনিয়া ও সঙ্গীতা ফোগাত - ভারতীয় কুস্তিগির দম্পতি বজরং পুনিয়া (Bajrang Punia) ও সঙ্গীতা ফোগাত (Sangeeta Phogat)। কুস্তির ম্যাট থেকেই একে অপরের জীবনসঙ্গী হয়ে গিয়েছেন বজরং ও সঙ্গীতা। ২০২০ সালে এই দুই ভারতীয় তারকা কুস্তিগির বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

বজরং পুনিয়া ও সঙ্গীতা ফোগাত – ভারতীয় কুস্তিগির দম্পতি বজরং পুনিয়া (Bajrang Punia) ও সঙ্গীতা ফোগাত (Sangeeta Phogat)। কুস্তির ম্যাট থেকেই একে অপরের জীবনসঙ্গী হয়ে গিয়েছেন বজরং ও সঙ্গীতা। ২০২০ সালে এই দুই ভারতীয় তারকা কুস্তিগির বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

3 / 5

সানিয়া মির্জা ও শোয়েব মালিক - এই তারকা দম্পতি জুটি নিয়ে চর্চা না করলেই নয়। ভারতের জনপ্রিয় টেনিস তারকা সুন্দরী সানিয়া মির্জার (Sania Mirza) সঙ্গে ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন পাকিস্তানের জনপ্রিয় তারকা ক্রিকেটার শোয়েব মালিক (Shoaib Malik)। হোবার্টে দু'জনের প্রথম সাক্ষাৎ হয়েছিল।

সানিয়া মির্জা ও শোয়েব মালিক – এই তারকা দম্পতি জুটি নিয়ে চর্চা না করলেই নয়। ভারতের জনপ্রিয় টেনিস তারকা সুন্দরী সানিয়া মির্জার (Sania Mirza) সঙ্গে ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন পাকিস্তানের জনপ্রিয় তারকা ক্রিকেটার শোয়েব মালিক (Shoaib Malik)। হোবার্টে দু’জনের প্রথম সাক্ষাৎ হয়েছিল।

4 / 5

দীনেশ কার্তিক ও দীপিকা পাল্লিকাল - ভারতীয় তারকা ক্রিকেটার দীনেশ কার্তিকের (Dinesh Karthik) সুন্দরী স্ত্রী দীপিকা পাল্লিকাল (Dipika Pallikal) একই খেলার সঙ্গে যুক্ত নন। দীপিকা ভারতের স্কোয়াস প্লেয়ার। এক জিমে দু'জনের প্রথম দেখা। ২০১৫ সালে দু'জনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুটি যমজ সন্তান রয়েছে।

দীনেশ কার্তিক ও দীপিকা পাল্লিকাল – ভারতীয় তারকা ক্রিকেটার দীনেশ কার্তিকের (Dinesh Karthik) সুন্দরী স্ত্রী দীপিকা পাল্লিকাল (Dipika Pallikal) একই খেলার সঙ্গে যুক্ত নন। দীপিকা ভারতের স্কোয়াস প্লেয়ার। এক জিমে দু’জনের প্রথম দেখা। ২০১৫ সালে দু’জনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুটি যমজ সন্তান রয়েছে।

5 / 5

অতনু দাস ও দীপিকা কুমারী - ভারতীয় তিরন্দাজ দম্পতি অতনু দাস (Atanu Das) ও দীপিকা কুমারীর (Deepika Kumari) প্রথম দেখা ২০০৮ সালে, জামশেদপুরের টাটা অ্যাকাডেমিতে। ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা-অতনু।

অতনু দাস ও দীপিকা কুমারী – ভারতীয় তিরন্দাজ দম্পতি অতনু দাস (Atanu Das) ও দীপিকা কুমারীর (Deepika Kumari) প্রথম দেখা ২০০৮ সালে, জামশেদপুরের টাটা অ্যাকাডেমিতে। ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা-অতনু।

Leave a Reply