জার্মান ফুটবল লিগে সেরার সেরা বায়ার্ন মিউনিখ (Bayern Munich)। এই নিয়ে টানা ১০ বার বুন্দেশলিগা (Bundesliga) চ্যাম্পিয়ন হল বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার বরুসিয়া ডর্টমুন্ডকে (Borussia Dortmund) ৩-১ গোলে হারিয়ে তিন ম্যাচ বাকি থাকতেই বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হয়ে গেলেন রবার্ট লেওয়ানডস্কিরা।
Updated On – 5:18 pm, Sun, 24 April 22