টিম রাজস্থানে মাত টিম আরসিবি
Image Credit source: Twitter
রাজস্থান রয়্যালস – ১৪৪/৮ (২০)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ১১৫ (১৯.৩)
পুণে: ৮টি ম্যাচ, রান মাত্র ১১৯। গড় ১৭। স্ট্রাইক রেট ১২২.৬৮। নাহ কোনও বোলারের ব্যাটিং রেকর্ড আপনাকে দিলাম না। এটা বর্তমান ক্রিকেটের সব থেকে বড় ব্যাটসম্যান বিরাট কোহলির (Virat Kohli) এ বারের আইপিএল (IPL 2022) রেকর্ড। আজও পারলেন না। ৯ রানে ফিরলেন প্যাভেলিয়ানে। আজ ভাগ্য বদলাতে জায়গা বদলেছিলেন। তিন নম্বরের বদলে অধিনায়ক ফাফের সঙ্গে ওপেন করতে এসেছিলেন। প্রথম ওভারে দুটি চার, বিরাট ভক্তদের বিরাট আনন্দ দিয়েছিল, কিন্তু তাঁর কি জানতেন মাত্র ১০ বলের বেশি এই আনন্দ টিকবে না! বিরাটের ধারাবাহিক ব্যর্থকার পাশাপাশি ফাফের নতুন চিন্তা ম্যাক্সওয়েলের ফর্ম। আরও একটা ম্যাচে ০ রানে আউট ম্যাক্সি। টুর্নামেন্টে এখন একটা হার মানেই কয়েক ধাপ পিছিয়ে পরা। রয়্যাল চ্যালেঞ্জার্স (Royal Challengers Bangalore) শিবির সেটা ভালই টের পাচ্ছে। ১৪৪ রান তাড়া করতে নেমেও ম্যাচ জিততে পারল না তারা। (Rajasthan Royals) ম্যাচ জিতল ২৯ রানে। ৪টি উইকেট নিয়ে দলকে বড় জয় এনে দিলেন তরুণ পেসার কুলদীপ সেন। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন।
That’s that from Match 39.@rajasthanroyals take this home by 29 runs.
Scorecard – https://t.co/fVgVgn1vUG #RCBvRR #TATAIPL pic.twitter.com/9eGWXFjDCR
— IndianPremierLeague (@IPL) April 26, 2022
টস জিতে অনান্য বারের মতই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি। শুরুতেই অধিনায়ককে খুশি করে দেন মহম্মদ সিরাজ। তুলে নেন দেবদত্ত পাড়িকলের উইকেট। তবে এর পরের চমকটা আরও বড়। ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার লড়াই আইপিএলের মঞ্চে। দুরন্ত ফর্মে থাকা জস বাটলারকে এদিন ১০ পযেন্ত পৌঁছাতে দিলেন না হ্যাজেলউড। ৮ রানে ফিরলেন জস দ্য বস। সেই যে ধাক্কা খেল রাজস্থান, আর শক্তপোক্ত হয়ে দাঁড়াতে পারল না তারা। একের পর এক উইকেট হারাতে থাকল সঞ্জুর দল। ২৭ রান এল অধিনায়কের ব্যাট থেকে। একমাত্র দাঁড়াতে পারলেন রিয়ান পরাগ। তাঁর অপরাজিত ৫৬ রানে ভর করে ২০ ওভারে ১৪৪ পযেন্ত পৌঁছাল রাজস্থান রয়্যালস। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ২টি করে উইকেট, সিরাজ, হ্যাজেলউড ও হাসারাঙ্গার।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ও জায়গা বদলেও ভাগ্য বদল হল না বিরাট কোহলি। ওপেন করতে নেমে প্রথম ওভারে বোল্টকে ৯ রান মারলেন বিরাট। ভক্তরা ভাবলেন, ফিরছেন কিং কোহলি। কিন্তু এ বারও হল না। দ্বিতীয় ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার শর্ট বলে প্যাভেলিয়ানের রাস্তা ধরলেন বিরাট। বিরাট ধাক্কা সামলে ওঠার আগেই ২৩ রানে ফিরলেন ফাফ। প্রথম বলেই সাজঘরে ম্যাক্সওয়েল। জোড়া ধাক্কা দিয়ে ব্যাঙ্গালোরকে ব্যাকফুটে ঠেলে দিলেন কুলদীপ সেন। রজত পাতিদারের ব্যাট থেকে এল ১৬। প্রভুদেশাই মাত্র ২। ১২ ওভারের লড়াই শুরু দীনেশ কার্তিক ও শাহাবাজ আহমেদের। কিন্তু ডিকে রান আউট হতেই যেন স্বপ্ন শেষ। প্রথমবার রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল, সুযোগ নষ্ট করে রাজস্থান। তবে দ্বিতীয়বার আর সমস্যা হয়নি। চাহাল বেল উড়িয়ে নিজের প্রাক্তন দলের সহ হিসেব শেষ করে দিলেন। একদিকে রানের চাপ, অন্যদিকে উইকেট বাঁচিয়ে খেলা, শাহাবাজ দুদিকের চাপেও লড়াই চালানোর চেষ্টা করলেন। কিন্তু পারলেন না, অশ্বিনের শিকার তিনি। সেখানেই শেষ সব লড়াই। ১১৫ রানে অলআউট ফাফের দল। ২৯ রানে ম্যাচ জিতে লিগ তালিকার শীর্ষে রাজস্থান। ৮ ম্যাচে ১২ পয়েন্ট সঞ্জুদের।
আরও পড়ুন : IPL 2022: ইডেনে কি হাউসফুল গ্যালারিতেই জোড়া প্লে অফ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উত্তর মহারাজের