আরসিবি বনাম রাজস্থান রয়্যালস।
পুনে: আইপিএলে (IPL 2022) হঠাৎই ছন্দপতন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। পরপর দুটো ম্যাচ জয়ের পরই সানরাইজার্স হায়দরাবাদের কাছে মুখ থুবড়ে পড়েন কোহলিরা। আরসিবির প্রধান অস্ত্র বিরাট কোহলি একেবারেই ছন্দে নেই। পরপর দুটো ম্যাচে গোল্ডেন ডাক হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। আজ পুনেতে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। সঞ্জুদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ডুপ্লেসিদের কাছে। দলের অপর অস্ত্র গ্লেন ম্যাক্সওয়েলকেও ছন্দে দেখা যাচ্ছে না। বোল্ট-চাহালদের বিরুদ্ধে মাঠে নামার আগে তাই বাড়তি সতর্ক হয়েই নামতে হবে আরসিবিকে। এ বারের আইপিএলে এরই মধ্যে ১৮ উইকেট নিয়ে ফেলেছেন যুজবেন্দ্র চাহাল। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে রাজস্থান। ৮ ম্যাচে ব্যাঙ্গালোরের সংগ্রহ ১০ পয়েন্ট। পাঁচ নম্বরে রয়েছে আরসিবি।
ব্যাঙ্গালোরের প্রধান দুশ্চিন্তাই এখন দলের টপ অর্ডার। হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় ডুপ্লেসিদের ইনিংস। আর সেটাই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজস্থানের বিরুদ্ধে রানে ফিরতে মরিয়া কোহলি। হায়দরাবাদের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর ব্রায়ান লারার কাছে বিশেষ ক্লাস নিতে দেখা যায় কোহলিকে। রাজস্থানের বিরুদ্ধে ভুল শুধরে ফর্মে ফিরতে মরিয়া প্রাক্তন অধিনায়ক।
যদিও গত ম্যাচের ভুলকে একটা ভুল হিসেবেই দেখছে ব্যাঙ্গালোর শিবির। ডু্প্লেসি, অনুজ রাওয়াত, ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক, শাহবাজ আহমেদদের মতো হিটাররা আছেন ব্যাঙ্গালোর দলে। একই সঙ্গে বোলিং বিভাগেও বাড়তি নজর দিচ্ছে আরসিবি শিবির।
প্রথম সাক্ষাতে আরসিবির কাছে হারতে হয়েছিল রাজস্থানকে। এই ম্যাচ তাই সঞ্জু স্যামসন, জস বাটলারদের কাছে বদলার ম্যাচ। দুরন্ত ছন্দে রয়েছে রাজস্থান রয়্যালস। আজ আরসিবিকে হারালে হয়তো পয়েন্ট টেবিলের এক নম্বরেও উঠে যেতে পারেন সঞ্জুরা। রাজস্থান দলে ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই যথেষ্ট ভারসাম্য বজায় রয়েছে। ওপেনিংয়ে বাটলার, দেবদত্ত পাড়িক্কল ছাড়া টপ অর্ডারে সঞ্জু স্যামসন, শিমরন হেটমেয়ারদের মতো বিগ হিটাররাই ম্যাচের রং পাল্টে দিচ্ছেন। বাটলার ইতিমধ্যেই ৩টে সেঞ্চুরি করে ফেলেছেন। আর একটা সেঞ্চুরি করলেই ধরে ফেলবেন বিরাট কোহলির ৪ সেঞ্চুরির রেকর্ডকে।
রাজস্থান রয়্যালস স্কোয়াড: সঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জসওয়াল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, শিমরন হেটমায়ার, দেবদত্ত পাড়িক্কাল, প্রসিধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহাল, রিয়ান পরাগ, কেসি চারিপ্পা, নভদীপ সাইনি, ওবেদ ম্যাকয়, অরুনয় সিং, কুলদীপ সেন, করুণ নায়ার, ধ্রুব জুরেল, তেজস বারোকা, কুলদীপ যাদব, শুভম ঘারওয়াল, জেমস নিশাম, নাথান কুইন্টার-নাইল, রসি ভ্যান দার ডুসেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্কোয়াড: বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ দু’প্লেসি, হর্ষল প্যাটেল, ভানিন্দু হাসারঙ্গা, দীনেশ কার্তিক, জশ হ্যাজেলউড, শাহবাজ আহমেদ, অনুজ রাওয়াত, আকাশ দীপ, মহিপাল লোমরোর, ফিন অ্যালেন, শেরফান রাদারফোর্ড, জেসন বেহরানডর্ফ, অন্নেশর গৌতম, সুয়শ প্রভুদেশাই, চামা মিলিন্দ, কর্ণ শর্মা, সিদ্ধার্ধ কৌল, লভনীথ সিসোদিয়া, ডেভিড উইলি।
আরও পড়ুন: IPL 2022: আইপিএলের কোটি টাকার ভিড়ে হারাতে হয়েছে প্রিয় বন্ধুকে, বিস্ফোরক অজি ব্যাটার