Wimbledon: নোভাক জকোভিচ কি উইম্বলডন বয়কট করতে চলেছেন?


নোভাক জকোভিচ

Image Credit source: Twitter

লন্ডন: বিশ্বের এক নম্বর তারকা কি বড়সড় কোনও পদক্ষেপ নিতে চলেছেন? সেই আশঙ্কাই করছে টেনিস বিশ্ব। রাশিয়া ও বেলারুশের টেনিস প্লেয়াররা উইম্বলডনে (Wimbledon)নামতে পারবেন না। এই মর্মে বিবৃতি জারি করে দিয়েছে অল ইংল্যান্ড টেনিস ক্লাব (All England Tennis Club)। তার পর থেকেই তীব্র প্রতিক্রিয়া দিয়েছে টেনিসমহল। ইউক্রেন হামলার জন্য রাশিয়া একঘরে হয়ে গিয়েছে। কিন্তু সরকার যে নীতিই নিক না কেন, তার খেসারত কেন দিতে হবে প্লেয়ারদের? অনেকেই এই প্রশ্ন তুলছেন। এই বিতর্কই এ বার অন্য দিকে মোড় নিতে চলেছে। উইম্বলডনে এ বার নাও নামতে পারেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। নিজের প্রতিবাদ জানানোর জন্যই নাকি এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন জোকার। আর তা যদি হয়, উইম্বলডনের আয়োজকরা বেশ চাপে পড়ে যাবে। জকোভিচ এমন সিদ্ধান্ত নিয়ে পারেন, তা জানিয়েছেন তাঁর প্রাক্তন কোচ ও ঘনিষ্ঠ বন্ধু নিকোলা পিলিচ (Nikola Pilic)

কী বলছেন নিকোলা? সার্বিয়ান কোচের কথায়, ‘বরিস জনসনকে পাগল ছাড়া আর কিছু মনে হয় না। পুতিন কী করছে, তার সঙ্গে রুবলেভ আর মেদভেদেভের কোনও যোগ নেই। আর পাঁচজন টেনিস প্লেয়ারের মতো ওরাও খেলতে চাই। উইম্বলডন আয়োজকদের এই অদ্ভুত সিদ্ধান্ত এখেবারেই মেনে নিতে পারছে না জোকার। ও উইম্বলডন বয়কট করতে পারে।’

পিলিচের মন্তব্যে নিশ্চিত ভাবেই হইচই পড়ে গিয়েছে। বছরের প্রথম গ্র্যান্ড স্লামে ভ্যাকসিন বিতর্কের জন্য খেলতে পারেননি জোকার। অস্ট্রেলিয়ায় তিক্ত অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছিল তাঁকে। সে বিতর্ এখনও মেটেনি। ভাবা হয়েছিল, উইম্বলডন থেকেই আবার নতুন ককে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন সার্বিয়ান টেনিস তারকা। গ্র্যান্ড স্লাম জেতার তালিকায় রাফায়েল নাদাল পিছনে ফেলেছেন তাঁকে। এ বার জোকারও ২১তম গ্র্যান্ড স্লামকেই টার্গেট করবেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতি কি ভাবে সামলায় উইম্বলডনের আয়োজকরা, সেটাই দেখতে চাইছে টেনিস বিশ্ব।

জোকারও নিজের মনোভাব পরিষ্কার করে দিয়েছেন, ‘সাধারণ মানুষকে সব সময় খেসারত দিতে হয়। বালকানে আমরা প্রচুর যুদ্ধ দেখেছি। তার পরও বলব, উইম্বলডন আয়োজকদের সিদ্ধান্ত কোনও ভাবেই সমর্থন করতে পারছি না। এই যুদ্ধ কিন্তু রাশিয়ান এবং বেলারুশিয়ান অ্যাথলিটদের জন্য হচ্ছে না। যুদ্ধকে আমি সমর্থন করি না। ছেলেবেলাটা আমার কেটেছে যুদ্ধের আবহেই। এর জন্য কতটা ক্ষতি হয় মানুষের, খুব ভালো করে জানি।’

একটা ব্যাপার নিয়ে কোনও সন্দেহ নেই, জোকার যদি উইম্বলডন বয়কট করেন, তা হলে টুর্নামেন্টের জৌলুস কমে যাবে। টেনিস ভক্তরা যা একেবারেই চাইবেন না। তাই প্রতিবাদের ঢল নেমেছে। এই তীব্র চাপের মুখে উইম্বলডন আয়োজকরা যদি নিজেদের সিদ্ধান্ত বদলে ফেলেন, তা হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

আরও পড়ুন: IPL 2022: টানা ৮ ম্যাচ হার, মুম্বইয়ের সমর্থকদের কেন খোলা চিঠি লিখলেন অধিনায়ক রোহিত শর্মা?

Leave a Reply