India vs South Africa: অবিশ্বাস্য হলেও সত্যি, ভারতীয় টিম থেকে বাদ পড়তে পারেন এই ক্রিকেটার?
কলকাতা: বিরাট কোহলির (Virat Kohli) হলটা কী? জস বাটলারের আগুনে ফর্ম, লোকেশ রাহুলের পর পর সেঞ্চুরি, আইপিএলের (IPL 2022) রমারমার মধ্যেও এই প্রশ্নের উত্তর খুঁজছেন ভক্তরা। আইপিএলের শুরুটা চমৎকার করেছিলেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪১ নট আউট করেছিলেন প্রথম ম্যাচে। পরের দুটো ম্যাচে রান না পেলেও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪৮ করেছিলেন তিনি। পরের পাঁচটা ম্যাচে রানের খরা চলছে। সর্বোচ্চ ১২। পর পর দুটো ম্যাচে করেছেন শূন্য। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৯ করে ফিরেছেন ডাগআউটে। এক সময় যিনি সেঞ্চুরির উত্তাপ দিতেন নিয়মিত, সেই তিনিই কেন ফর্মের তলানিতে পড়ে রয়েছেন, তা নিয়েই যত কথা। ক্রিকেটের বাইরের নানা ঘটনা যে তাঁর ফোকাস নড়িয়ে দিয়েছে, কোনও সন্দেহ নেই। রানে ফেরার জন্য রবি শাস্ত্রীর (Ravi Shastri) মতো কেউ কেউ বিরাটকে পরামর্শ দিচ্ছেন, ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিন। খেলার সাম্প্রতিক ইতিহাসে কিন্তু এমন ঘটনাও কম নেই। মানসিক স্বাস্থ্যের কারণে নাওমি ওসাকা থেকে বেন স্টোকস সাময়িক বিরতি নিয়ে আবার ফিরেছেন নিজেদের খেলায়। বিরাটেরও কি তা-ই করা উচিত?
বিরাট একা নন, চিন্তার কারণ ক্যাপ্টেন রোহিত শর্মাও। মঙ্গলবার সন্ধেয় এই প্রসঙ্গে খোদ বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় কোনও মন্তব্য করতে চাননি। টিভি নাইনকে তিনি বলেছেন, এ ব্যাপারে যা বলার নির্বাচকরাই বলতে পারবেন। রোহিত না হলেও নির্বাচকরা যে বিরাটের ফর্ম নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। আইপিএলের পরই দক্ষিণ আফ্রিকা টিম ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ভারতে আসছে। অবিশ্বাস্য শোনালেও ফর্মে না ফিরতে পারলে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়তে পারেন বিরাট। অবশ্য ‘টিম থেকে বাদ দেওয়া বিরাটকে’, এই শব্দবন্ধনী হয়তো ব্যবহার করা হবে না। সে ক্ষেত্রে বলা হবে, বিশ্রামে পাঠানো হল বিরাটকে। সব ফর্ম্যাট থেকে অধিনায়কত্ব ছাড়ার ছ’মাসের মধ্যে বিশ্রামে পাঠানোও কিন্তু বিরাটের মতো ক্রিকেটারের পক্ষে বাজে বিজ্ঞাপন হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক সিনিয়র কর্তা বলছেন, ‘ভারতীয় ক্রিকেটে বিরাটের প্রচুর অবদান। কিন্তু এই মুহূর্তে ওর যা ফর্ম নির্বাচক মণ্ডলী তো বটেই, বিসিসিআইয়ের কাছেও বড় চিন্তার। নির্বাচকরা এ বিষয়ে কী করবেন, তা ওঁদেরই ব্যাপার। বোর্ড কোনও ভাবেই তাতে হস্তক্ষেপ করবে না। বিরাট বা অন্য কারা টিমে সুযোগ পাবে, সেটা তাঁরাই ঠিক করবেন। ওঁরাও যে চিন্তায় রয়েছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।’
নির্বাচক মণ্ডলীর চেয়ারম্যান চেতন শর্মা এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নন। কিন্তু তাতেও বিরাটকে নিয়ে প্রশ্ন থামছে না। সবচেয়ে বড় কথা হল, অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিরাটের মতো প্রথম সারির ব্যাটারের ফর্মে না থাকাটা ভারতীয় টিমের পক্ষেও চাপের। আইপিএল তো বটেই, প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজেও বিশ্বকাপের টিম গোছানোর চেষ্টা করবে টিম ম্যানেজমেন্ট। বিরাটকে যদি বিশ্রামও দেওয়া হয়, তাও কিন্তু বুমেরাং হতে পারে বোর্ডের কাছে। পরবর্তী সময়ে হাতে যথেষ্ট সিরিজ থাকবে না, যেখান থেকে বিরাট নিজের ফর্ম ফিরে পেতে পারেন।
আরও পড়ুন: IPL 2022: দুঃস্বপ্নের রাত কাটাচ্ছেন, কাকে নিয়ে এমন মন্তব্য, শুনলে অবাক হয়ে যাবেন