৪২টা বসন্ত পার করে ফেললেন প্রাক্তন ভারতীয় তারকা পেসার আশিষ নেহরা (Ashish Nehra)। আজ ৪৩-এ পা দিলেন নেহরাজি। বর্তমানে তিনি চলতি আইপিএলের নতুন দল গুজরাত টাইটান্সের কোচের দায়িত্বে রয়েছেন। বাঁ হাতি ভারতীয় তারকা পেসার নেহরা ভারতের হয়ে তিন ফর্ম্যাটেই খেলেছিলেন। তিনি দুই দিকেই বল সুইং করতে পারদর্শী ছিলেন। তবে চোটের কারণে মাঝেমধ্যেই মাঠ থেকে দূরে থাকতে হত তাঁকে। কিন্তু দীর্ঘ ১৮ বছরের ক্রিকেট কেরিয়ারে মোট ১৭টি টেস্টে, ১২০টি ওয়ান ডে ম্যাচে এবং ২৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে খেলেছেন আশিষ। টেস্টে তাঁর ঝুলিতে রয়েছে ৪৪টি উইকেট। একদিনের ক্রিকেটে তিনি নিয়েছিলেন ১৫৭টি উইকেট এবং টি-২০ ক্রিকেটে দেশের হয়ে আশিষ নিয়েছিলেন মোট ৩৪টি উইকেট। ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্যও ছিলেন তিনি। জন্মদিনে ফিরে দেখা আশিষ নেহরার আন্তর্জাতিক কেরিয়ারের সেরা ৫ বোলিংয়ের ঝলক..
Apr 29, 2022 | 5:25 PM
Most Read Stories