Image Credit source: Twitter
পরিকল্পনা বদলের সময় চলে এসেছে। পরপর ম্যাচ হচ্ছে। তাই ২২ গজ ক্লান্ত। আগের মত গতি পাওয়া যাচ্ছে না। কাজ করছে না শিশির ফ্যাক্টর।
লখনউ সুপার জায়েন্টস – ১৫৩/৮ (২০)
পঞ্জাব কিংস – ১৩৩/৮ (২০)
পুণে: আইপিএল (IPL 2022) প্লে-অফের পথে আরও একধাপ এগিয়ে গেল কেএল রাহুলের লখনউ সুপার জায়েন্টস (LSG)। রানে জয়টাও এল তাঁর প্রাক্তন দল পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে। তাই এই জয়টা একটু বেশি স্বস্তি দেবে রাহুলকে। আজকের ম্যাচটা একটা বিষয় সব দলের কাছেই পরিস্কার করে দিল। পরিকল্পনা বদলের সময় চলে এসেছে। পরপর ম্যাচ হচ্ছে। তাই ২২ গজ ক্লান্ত। আগের মত গতি পাওয়া যাচ্ছে না। কাজ করছে না শিশির ফ্যাক্টর। তাই টস জিতলেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত সব সময় ঠিক নাও হতে পারে। বড় স্কোরের সম্ভাবনা আস্তে আস্তে কমে আসছে। যে সব দলে ব্যালেন্সের অভাব তাদের কাজটা ক্রমশ কঠিন হবে। পঞ্জাব কিংসের মিডল অর্ডারে বেয়াস্টো, লিভিংস্টোনদের মত ক্রিকেটার আছেন, কিন্তু ইংল্যান্ডের ক্রিকেটাররা উইকেটে পেস পছন্দে করেন। এখন সেই গতি কমে আসবে। তাই ভরসা অনেক বেশি ভারতীয় ক্রিকেটাররা।
That’s that from Match 42.@LucknowIPL win by 20 runs and add two more points to their tally.
Scorecard – https://t.co/H9HyjJPgvV #PBKSvLSG #TATAIPL pic.twitter.com/dfSJXzHcfG
— IndianPremierLeague (@IPL) April 29, 2022
টস জিতে বন্ধু রাহুলের দলকে প্রথমে ব্যাটিং করতে পাঠান পঞ্জাব কিংস অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল। একের পর এক ম্যাচ চলছে তিনটি মাঠে। তাই পিচ ক্রমশ শ্লো হচ্ছে। আজ সেটা হারে হারে টের পেলেন লখনউ ব্যাটাররা। তার সঙ্গে শুরুতেই ধাক্কা অধিনায়ক রাহুলের উইকেট। নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে মাত্র ৬ রান এল রাহুলের ব্যাট থেকে। কিপার জিতেশের হাতে ধরা পরলেন রাবাডার বলে। তিন নম্বরে এলেন দীপক হুডা। তাঁর ও ডি ককেক পার্টনারশিপে ভর করে একটু একটু করে এগিয়ে গেল লখনউ। উইকেট না হারালেও রানের গতি বাড়তে পারছিলেন না দুই সুপার জায়েন্ট। ৮৫ রানের পার্টনারশিপ ভাঙল যথন ডি’কক ৪৬ রানে। পরের ওভারেই দীপক হুডাও আউট। তারপর থেকে তাসের ঘরের মত ভেঙে পরল। ২০ ওভারে ১৫৩ রান বোর্ডে তুলল লখনউ। ৪ উইকেট নিলেন রাবাডা। ২টি উইকেট রাহুল চাহারের।
জবাবে ব্যাট করতে নেমে ব্যাট চালাতে শুরু করলেন মায়াঙ্ক। চাপ কাটাতে এটাই ছিল কৌশল পঞ্জাবের। ১৭ বলে ২৫ রানের ইনিংস মায়াঙ্কের। কিন্তু এই একটা উইকেট হারাতেই পরপর উইকেট হারাল পঞ্জাব। ম্যাচ আবের ঘুড়ে গেল লখনউয়ের দিকে। ধাওয়ান, রাজাপক্ষে, লিভিংস্টোনরা একের পর এক ফিরলেন প্যাভেলিয়ানে। একা একদিকে হাল ধরে থাকলেন জনি বেয়াস্টো। কিন্তু চাপ সামলাতে পারলেন না, ১৬ ওভারের দ্বিতীয় বলেই আউট ইংলিশ কিপার। আর কেউ ছিলেন না পঞ্জাবকে জয়ের বাউন্ডারি পার করানোর জন্য। তিনটি উইকেট নিলেন মহসিন খান। ২০ রানে ম্যাচ জিতে লখনউ পৌঁছে গেল লিগ টেবিলের তিন নম্বরে।
আরও পড়ুন : Boris Becker: জালিয়াতির জের, টেনিস কিংবন্তির আড়াই বছরের জেল