রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স
শনিবার আইপিএল-১৫-র (IPL 2022) ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হবে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)।
মুম্বই: আগামীকাল, শনিবার আইপিএল-১৫-র (IPL 2022) ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হবে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এখনও অবধি এ বারের আইপিএলে ৮টি ম্যাচে খেলেছে সঞ্জুর পিঙ্ক আর্মি। তার মধ্যে ৬টিতে জয় ও ২টিতে হেরেছেন যুজবেন্দ্র চাহালরা। এবং লিগ টেবলের ২ নম্বরে রয়েছে রাজস্থান। আর অশ্বিনদের প্রতিপক্ষ মুম্বই, এ বারের আইপিএলে ৮টা ম্যাচে খেলে ৮টিতেই হেরেছে। কোনও পয়েন্ট নেই রোহিতদের ঝুলিতে। ফলে আগামীকাল রাজস্থানের বিরুদ্ধে আইপিএল-২০২২ এর প্রথম জয়টা পায় কিনা মুম্বই সেদিকেই বিশেষ নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এখনও অবধি আইপিএলের মঞ্চে মোট ২৬ বার মুখোমুখি হয়েছে রাজস্থান ও মুম্বই। তার মধ্যে মুম্বই জিতেছে ১৩ বার ও রাজস্থান জিতেছে ১২ বার। একটি ম্যাচ অমীমাংসিত।
রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কবে হবে?
রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি (৩০ এপ্রিল) আগামীকাল, শনিবার হবে।
রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কোথায় হবে?
রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে।
রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে।
কোথায় দেখা যাবে রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
রাজস্থান রয়্যালস স্কোয়াড: সঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জসওয়াল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, শিমরন হেটমায়ার, দেবদত্ত পাড়িক্কাল, প্রসিধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহাল, রিয়ান পরাগ, কেসি চারিপ্পা, নভদীপ সাইনি, ওবেদ ম্যাকয়, অরুনয় সিং, কুলদীপ সেন, করুণ নায়ার, ধ্রুব জুরেল, তেজস বারোকা, কুলদীপ যাদব, শুভম ঘারওয়াল, জেমস নিশাম, নাথান কুইন্টার-নাইল, রসি ভ্যান দার ডুসেন।
মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াড: রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ড, জশপ্রীত বুমরা, ঈশান কিষাণ, ডিওয়াল্ড ব্রেভিস, বাসিল থাম্পি, মুরুগান অশ্বিন, জয়দেব উনাদকট, মায়াঙ্ক মার্কান্ডেয়, এন তিলক ভর্মা, সঞ্জয় যাদব, জোফ্রা আর্চার, ড্যানিয়েল স্যামস, টাইমাল মিলস, টিম ডেভিড, আর্শাদ খান, আনমোলপ্রীত সিং, রমনদীপ সিং, রাহুল বুদ্ধি, হৃতিক শোকিন, অর্জুন তেন্ডুলকর, ফ্যাবিয়ান অ্যালেন, আরিয়ান জুয়াল, রাইলি মেরেডিথ।