সাংবাদিক থেকে ক্রীড়াজগতের ব্যাক্তিত্বদের স্ত্রী-বান্ধবী হয়েছেন এই সুন্দরীরা…


সাংবাদিকতা বা সঞ্চালনার সঙ্গে যুক্ত একাধিক সুন্দরী গাঁটছড়া বেঁধেছেন বিভিন্ন অ্যাথলিটদের সঙ্গে। তাঁদের মধ্যে একদিকে উল্লেখযোগ্য ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরার স্ত্রী সঞ্জনা গণেশন। সদ্য শোনা গিয়েছে, স্প্যানিশ মোটোস্পোর্ট রেসিং সুপারস্টার ফেরান্দো আলোন্সোর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জনপ্রিয় অস্ট্রিয়ান ফর্মুলা ওয়ান উপস্থাপক আন্দ্রেয়া শ্লেগার।


Apr 30, 2022 | 7:30 AM

সঞ্জনা গণেশন – ভারতীয় দলের তারকা পেসার ও মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম সেরা অস্ত্র জশপ্রীত বুমরার স্ত্রী সঞ্জনা গণেশন (Sanjana Ganesan)। আইপিএলের সুন্দরী অ্যাঙ্কারদের তালিকাতেও তিনি রয়েছেন। সঞ্জনা একজন ক্রীড়া সঞ্চালিকা। ২০২১ সালে বুমরার সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়েন সুন্দরী সঞ্জনা।

আন্দ্রেয়া শ্লেগার - বর্তমানে শোনা যাচ্ছে জনপ্রিয় অস্ট্রিয়ান ফর্মুলা ওয়ান উপস্থাপক আন্দ্রেয়া শ্লেগার (Andrea Schlager) স্প্যানিশ মোটোস্পোর্ট রেসিং সুপারস্টার ফেরান্দো আলোন্সোর (Fernando Alonso) সঙ্গে প্রেম করছেন।

আন্দ্রেয়া শ্লেগার – বর্তমানে শোনা যাচ্ছে জনপ্রিয় অস্ট্রিয়ান ফর্মুলা ওয়ান উপস্থাপক আন্দ্রেয়া শ্লেগার (Andrea Schlager) স্প্যানিশ মোটোস্পোর্ট রেসিং সুপারস্টার ফেরান্দো আলোন্সোর (Fernando Alonso) সঙ্গে প্রেম করছেন।

ফর্মুলা ওয়ানের উপস্থাপনা করার আগে সুন্দরী আন্দ্রেয়া শ্লেগার অস্ট্রিয়ান টিভির হয়ে টেনিসের উপস্থাপনার সঙ্গে যুক্ত ছিলেন। ডমিনিক থিয়েমের মতো তারকাদের সাক্ষাৎকার নিতেও দেখা গিয়েছে শ্লেগারকে।

ফর্মুলা ওয়ানের উপস্থাপনা করার আগে সুন্দরী আন্দ্রেয়া শ্লেগার অস্ট্রিয়ান টিভির হয়ে টেনিসের উপস্থাপনার সঙ্গে যুক্ত ছিলেন। ডমিনিক থিয়েমের মতো তারকাদের সাক্ষাৎকার নিতেও দেখা গিয়েছে শ্লেগারকে।

হেলেন স্কেল্টন - ইংলিশ টেলিভিশন উপস্থাপক হেলেন স্কেল্টন বিবিসির ছোটদের অনুষ্ঠান 'ব্লু পিটার'-এর জন্য জনপ্রিয়। রাগবি তারকা প্লেয়ার রিচি মাইলারের (Richie Myler) সঙ্গে সদ্য বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন হেলেন স্কেল্টন (Helen Skelton)। ৮ বছরের বিবাহিত জীবন কাটিয়ে আচমকাই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন স্কেল্টন।

হেলেন স্কেল্টন – ইংলিশ টেলিভিশন উপস্থাপক হেলেন স্কেল্টন বিবিসির ছোটদের অনুষ্ঠান ‘ব্লু পিটার’-এর জন্য জনপ্রিয়। রাগবি তারকা প্লেয়ার রিচি মাইলারের (Richie Myler) সঙ্গে সদ্য বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন হেলেন স্কেল্টন (Helen Skelton)। ৮ বছরের বিবাহিত জীবন কাটিয়ে আচমকাই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন স্কেল্টন।

ক্রিস্টিনা ল্যাম্পার্ড - চেলসির জনপ্রিয় প্রাক্তন তারকা ফুটবলার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের (Frank Lampard) স্ত্রী ক্রিস্টিনা ল্যাম্পার্ড (Christina Lampard) নর্দান আইরিশ উপস্থাপক। ২০১৫ সালে ফ্র্যাঙ্কের সঙ্গে বিয়ে হয় ক্রিস্টিনার।

ক্রিস্টিনা ল্যাম্পার্ড – চেলসির জনপ্রিয় প্রাক্তন তারকা ফুটবলার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের (Frank Lampard) স্ত্রী ক্রিস্টিনা ল্যাম্পার্ড (Christina Lampard) নর্দান আইরিশ উপস্থাপক। ২০১৫ সালে ফ্র্যাঙ্কের সঙ্গে বিয়ে হয় ক্রিস্টিনার।

সারা কার্বোনেরো - স্প্যানিশ তারকা ফুটবলার ইকর ক্যাসিয়াসের (Iker Casillas) স্ত্রী সারা কার্বোনেরো (Sara Carbonero) হলেন স্প্যানিশ স্পোর্টস জার্নালিস্ট। ২০১৬ সালে তাঁদের বিয়ে হয়েছিল। এবং ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে।

সারা কার্বোনেরো – স্প্যানিশ তারকা ফুটবলার ইকর ক্যাসিয়াসের (Iker Casillas) স্ত্রী সারা কার্বোনেরো (Sara Carbonero) হলেন স্প্যানিশ স্পোর্টস জার্নালিস্ট। ২০১৬ সালে তাঁদের বিয়ে হয়েছিল। এবং ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে।






Most Read Stories


Leave a Reply