GT vs RCB LIVE Score, IPL 2022: হার্দিকের গুজরাতের বিরুদ্ধে শুরুতে ব্যাটিং করবে দু’প্লেসির আরসিবি


  • 30 Apr 2022 03:09 PM (IST)

    গুজরাতের প্রথম একাদশ

    গুজরাত টাইটান্সের প্রথম একাদশ: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), ডেভিড মিলার, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া, প্রদীপ সাঙ্গওয়ান, লকি ফার্গুসন, রশিদ খান, মহম্মদ সামি, আলজারি জোসেফ।

  • 30 Apr 2022 03:07 PM (IST)

    আরসিবির প্রথম একাদশ

    এক নজরে দেখুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ: ফাফ দু’প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), মহিপাল লোমলোর, শাহবাজ আহমেদ, ভানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ ও জস হ্যাজেলউড।

  • 30 Apr 2022 03:01 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন আরসিবি অধিনায়ক দু’প্লেসি।

  • 30 Apr 2022 02:57 PM (IST)

    ম্যাচ ডে মুডে হার্দিকের টাইটান্সরা

    আরসিবির বিরুদ্ধে নামার জন্য তৈরি টাইটান্সরা।

  • 30 Apr 2022 02:43 PM (IST)

    হ্যাজেলউডের মাইলস্টোন অ্যালার্ট

    গুজরাতের বিরুদ্ধে আজ ৪টি উইকেট পেয়ে গেলেই, টি-২০ ক্রিকেটে ১০০ টি উইকেটের মালিক হবেন জস হ্যাজেলউড।

  • 30 Apr 2022 02:42 PM (IST)

    ম্যাচ ডে মুডে আরসিবি

    আর কিছুক্ষণ পর গুজরাতের বিরুদ্ধে শনিবারের মেগা ম্যাচে নামবে আরসিবি।

  • 30 Apr 2022 02:35 PM (IST)

    গুজরাত ম্যাচের জন্য আরসিবি অধিনায়ক তৈরি

    পরপর দুই ম্যাচে হেরেছে আরসিবি। আজ হারলেই হারের হ্যাটট্রিক হয়ে যাবে বিরাটদের। এর মধ্যে গুজরাত বধের জন্য তৈরি ক্য়াপ্টেন ফাফ।

  • 30 Apr 2022 02:34 PM (IST)

    শেষ ম্যাচের নিরিখে কোথায় দাঁড়িয়ে দুই দল

    শেষ ৪ ম্যাচে টানা অপরাজিত গুজরাত টাইটান্স। অন্যদিকে পরপর দুটো ম্যাচে হেরেছে আরসিবি।

  • 30 Apr 2022 02:31 PM (IST)

    পয়েন্ট টেবলে কোন দল কোথায়

    • দারুণ ছন্দে রয়েছে টাইটান্সরা। গুজরাত এখনও পর্যন্ত এই আইপিএলের ৮টি ম্যাচে খেলেছে। তার ৭টিতে জিতেছেন হার্দিকরা এবং মাত্র ১টিতে হেরেছে টাইটান্সরা। মোট ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছেন শুভমনরা। গুজরাতের নেট রান রেট +০.৩৭১।
    • অন্যদিকে আরসিবি গত দুটো ম্যাচে হেরেছে। আজ হারলেই হারের হ্যাটট্রিক হয়ে যাবে কোহলিদের। এখনও পর্যন্ত আইপিএল-১৫-র ৯টি ম্যাচে খেলে ৫টিতে জয় ও ৪টিতে হারের মুখ দেখেছে আরসিবি। অনুজদের নেট রান রেট -০.৫৭২।


  • Leave a Reply