IPL 2022: অরেঞ্জ আর্মির বিরুদ্ধে নামার আগে খানিক স্বস্তি চেন্নাই শিবিরে


মইন আলি

Image Credit source: CSK Twitter

নিজামের শহরের দলের বিরুদ্ধে নামার আগে খানিকটা স্বস্তি ফিরেছে ইয়েলোব্রিগেডে।

মুম্বই: রবিবারের আইপিএলের (IPL 2022) ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখে নামতে চলেছে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। নিজামের শহরের দলের বিরুদ্ধে নামার আগে খানিকটা স্বস্তি ফিরেছে ইয়েলোব্রিগেডে। গোড়ালির চোট সারিয়ে উইলিয়ামসনদের বিরুদ্ধে দেখা যেতে পারে মইন আলিকে (Moeen Ali)। নেটে অনুশীলন করতে দেখা গিয়েছে ইংল্যান্ডের তারকা অল-রাউন্ডারকে। সিএসকের হেড কোচ স্টিফেন ফ্লেমিং এর আগে জানিয়েছিলেন, মইনের চোট খুব একটা গুরুতর নয়। কারণ তাঁর ফ্র্যাকচার হয়নি। এক সপ্তাহের মধ্যেই তিনি মাঠে ফিরতে পারেন, বলে জানিয়েছিলেন জাডেজাদের কোচ।

পঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে ১১ রানে হারার পর মইনের চোটের ব্যাপারে মাহিদের কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, “মইন আলির পায়ের গোড়ালি মচকে গিয়েছিল। তবে সৌভাগ্যবশত এক্স-রে-তে জানা গিয়েছে ওর কোনও ফ্র্যাকচার নেই। যদিও এটা থেকে সেরে উঠতে সময় লাগবে। সম্ভবত সাত দিন লাগবে। আশা করি ও দ্রুত সুস্থ হয়ে উঠবে, কারণ কোনও ফ্র্যাকচার নেই ওর।”

চলতি মরশুমে মইন আলি নিজের সেরা ফর্মে নেই। তাঁর ব্যাট থেকে এখনও অবধি এসেছে ৮৭ রান। তাঁর শেষ ৫টি ইনিংসের (১, ৩, ৪৮, ০, ৩৫) একটিতেও হাফসেঞ্চুরি নেই। বল হাতে এ বারের আইপিএলে তিনি এখনও কোনও উইকেট পাননি। ফলে তাঁর ফর্ম বেশ চিন্তার রাখছে সিএসকে টিম ম্যানেজমেন্টকে।

এ বারের আইপিএলে মোট ৮টি ম্যাচের ৬টিতে হেরেছে সিএসকে। মাত্র ২টি ম্যাচে জিতেছে চেন্নাই। ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ৯ নম্বরে ধুঁকছে সিএসকে। ইয়েলোব্রিগেডের নেট রান রেট -০.৫৩৮। এই পরিস্থিতিতে আগামীকাল (১ মে) পয়েন্ট টেবলের ৪ নম্বরে থাকা হায়দরাবাদের বিরুদ্ধে নামবেন মাহিরা।

আরও পড়ুন: GT vs RCB LIVE Score, IPL 2022: হার্দিকের গুজরাতের বিরুদ্ধে শুরুতে ব্যাটিং করবে দু’প্লেসির আরসিবি

আরও পড়ুন: IPL 2022: পঞ্জাবের বিরুদ্ধে জিতেও ব্যাটারদের দিকে আঙুল তুললেন লোকেশ রাহুল

আরও পড়ুন: IPL 2022: কোন তারকাকে না খেলানোয় কেকেআরের টিম ম্যানেজমেন্টকে একহাত নিলেন যুবরাজ?



Leave a Reply