DC vs LSG, IPL 2022 Match Prediction: টিকে থাকার লড়াই ঋষভের, প্লে-অফের টিকিটের লড়েইয়ে রাহুল


ঋষভ বনাম রাহুলের লড়াই

Delhi Capitals vs Lucknow Super Giants Preview: এ বারের আইপিএলের (IPL 2022) ২২তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও ফাফ দু’প্লেসির (Royal Challengers Bangalore)।

মুম্বই: আজ আইপিএলের (IPL 2022) প্রথম ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants)। লিগ পর্বের ছবিটা ক্রমশ পরিষ্কার হচ্ছে। পয়েন্ট তালিকা বলছে, আর দুটো ম্যাচ জিতলেই প্লে-অফের টিকিট পাকা করে ফেলবে কেএল রাহুলের (KL Rahul) লখনউ সুপার জায়েন্টস। ছবিটা পরিষ্কার তাঁদের কাছে। কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিষয়টা খুব জটিল জায়গায়। হাতে থাকা সবকটা ম্যাচ যেমন জিততে হবে, তেমনই চাই বড় ব্যবধানে জয়। কারণ শুধু পয়েন্টের দাপটে ঋষভের (Rishabh Pant) দলের পক্ষে প্লে-অফের টিকিট পাওয়া কঠিন। তাই আজকের ম্যাচে দুই দল মাঠে নামছে দুটি লক্ষ্য নিয়ে। ফোকাসটা যদিও জয়ের দিকেই। শেষ ম্যাচে লখনউ হারিয়েছে পঞ্জাব কিংসকে। অন্য দিকে দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে।

লখনউ সুপার জায়েন্টসের কাছে হিসেবটা একদম পরিষ্কার। লিগ পর্বের ১৪টি ম্যাচের মধ্যে ৯টি ম্যাচ খেলে ফেলেছে তারা। পয়েন্টে ১২। সাধারণ হিসেবে বলছে, ১৬ পয়েন্টে পৌঁছতে পারলে প্লে-অফের টিকিট কার্যত পাকা। তাই পাঁচটি ম্যাচের মধ্যে থেকে আর দুটি ম্যাচ জিততে পারলেই লক্ষ্যে পৌঁছে যাবে তারা। দিল্লি লখনউয়ের কাছে প্রতিপক্ষ হিসেবে খুব একটা সোজা হবে না। কারণ দুটো। ব্যাট হাতে ওয়ার্নারের ফর্মের সঙ্গে রোভম্যান পাওয়েলে ছন্দ ফিরে পাওয়া। আর দ্বিতীয় চ্যালেঞ্জ কুলদীপকে সামলানো। বাঁ-হাতি চায়নাম্যানকে সামলানোর মূল দায়িত্বটা নিতে হবে রাহুলকেই। তাই তাঁর ব্যাট থেকে বড় ইনিংস প্রয়োজন আজকের ম্যাচে। অন্য দিকে, শুরুতে ওয়ার্নার ও শেষে রোভমানকে সামলাতে অনেকটাই পরিকল্পনা করে বোলিং করতে হবে মহসিন খানদের। খেলা ওয়াংখেড়েতে রান উঠবে স্কোর বোর্ডে।

দিল্লি ক্যাপিটালস দলের ব্যালান্সের দিক থেকে বেশ ভালো জায়গায়া। ওয়ার্নার-পৃথ্বী শ জুটি ক্লিক করলে চাপে পরতে হবে চামিরাদের। ঋষভ এ বার এখনও ফর্মে নেই, তাঁর ব্যাট চলতে শুরু করলে রাহুলকে খেলার মাঝেই নতুন করে অঙ্ক সাজাতে হবে। সঙ্গে আছেন মিচেল মার্শ। মশলা আছে পন্টিংদের দলে। পরিস্থিতি ডু অর ডাই। যে তারকা এখনও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি তাদের কাছেই এখন চ্যালেঞ্জ দলকে কঠিন পরিস্থিতি থেকে টেনে তোলার। লখনউ দাঁড়িয়ে আছে টিম গেমের ওপর। দিল্লিকে এই টিম গেমেই আঘাত করতে হবে। তাহলেই ম্যাচ জয়ের পাশাপাশি প্লে-অফের স্বপ্নটা টিকে থাকবে।

আরও পড়ুন : Rahul Dravid: এনসিএতে ক্লাস নিলেন রাহুল দ্রাবিড়, ধন্যবাদ জানালেন ভিভিএস লক্ষ্মণ

Leave a Reply