Delhi Capitals vs Lucknow Super Giants Live Score in Bangla: দেখুন দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) বনাম লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টস।
মুম্বই: আইপিএলে (IPL 2022) ওয়াংখেড়েতে আজ দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মুখোমুখি লখনউ সুপারজায়ান্টস (Lucknow Super Giants)। লিগ পর্বের ছবিটা ক্রমশ পরিষ্কার হচ্ছে। পয়েন্ট তালিকা বলছে, আর দুটো ম্যাচ জিতলেই প্লে-অফের টিকিট পাকা করে ফেলবে কেএল রাহুলের লখনউ সুপার জায়েন্টস। ছবিটা পরিষ্কার তাঁদের কাছে। কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিষয়টা খুব জটিল জায়গায়। হাতে থাকা সবকটা ম্যাচ যেমন জিততে হবে, তেমনই চাই বড় ব্যবধানে জয়। কারণ শুধু পয়েন্টের দাপটে ঋষভের দলের পক্ষে প্লে-অফের টিকিট পাওয়া কঠিন। তাই আজকের ম্যাচে দুই দল মাঠে নামছে দুটি লক্ষ্য নিয়ে। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লখনউ। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। কেএল রাহুলরা যেমন আত্মবিশ্বাসে ভরপুর, তেমনই লখনউকে হারিয়ে টেবিল জমাতে তৈরি ঋষভরাও।
Key Events
লখনউ সুপার জায়ান্টসের ভরসা রাহুল, ডি’কক, হোল্ডার।
দিল্লি ক্যাপিটালসের আস্থা ওয়ার্নার, পৃথ্বী, পন্থের উপরে।
৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লখনউ।
৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে দিল্লি।
LIVE Cricket Score & Updates