IPL 2022 Orange Cap: রবিবারের ডাবল হেডারের আগে জেনে নিন অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কারা


IPL 2022 Orange Cap: রবিবারের ডাবল হেডারের আগে জেনে নিন অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কারা

Image Credit source: IPL Website

আইপিএল-২০২২ এর ৪৪টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন…

কলকাতা: আজ, রবিবার চলতি আইপিএলে (IPL 2022) রয়েছে ডাবল হেডার। আজ বিকেলের ম্যাচে মুখোমুখি হবে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস ও লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। এবং রবিরাতে লড়াই হবে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদের ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের। শনিবারও ছিল ডাবল হেডার। বিকেলের ম্যাচে দু’প্লেসির আরসিবিকে ৬ উইকেটে হারিয়েছিল হার্দিকের গুজরাত। এবং শনিরাতে রাজস্থানকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে মুম্বই। পিঙ্ক আর্মি তাদের শেষ ম্যাচে হারলেও এখনও অরেঞ্জ ক্যাপ (Orange Cap) নিজের দখলেই রেখেছেন রাজস্থানের ওপেনার জস বাটলার। চলতি আইপিএলে এখনও পর্যন্ত মোট ৪৪টি ম্যাচ হয়েছে।

আইপিএল-২০২২ এর ৪৪টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন…

  • ১) আইপিএল-২০২২ এর ৪৪টি ম্যাচের পরও অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার (Jos Buttler)। এখনও অবধি আইপিএলের মোট ৯টি ম্যাচে বাটলারের ঝুলিতে এসেছে ৫৬৬ রান। বাটলারের সর্বোচ্চ ১১৬ রান।
  • ২) কমলা টুপি দখলের লড়াইয়ে দুই নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল (KL Rahul)। এখনও অবধি এ বারের আইপিএলে মোট ৯টি ম্যাচে খেলে লোকেশ রাহুল করেছেন ৩৭৪ রান। সর্বোচ্চ ১০৩* রান।
  • ৩) অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিন নম্বরে রয়েছেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এখনও অবধি চলতি আইপিএলের ৮টি ম্যাচে খেলে হার্দিক করেছেন ৩০৮ রান। সর্বোচ্চ ৮৭* রান।
  • ৪) কমলা টুপির লড়াইয়ে চার নম্বরে উঠে এসেছেন মুম্বই ইন্ডিয়ান্সের এন তিলক ভার্মা (Tilak Varma)। চলতি আইপিএলে এখনও অবধি ৯ ম্যাচে খেলে ৮টিতে হেরেছে মুম্বই। তবে শনিরাতে প্রথম জিতেছেন রোহিতরা। এবং ৯ ম্যাচে ৩০৭ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম চারে ঢুকে পড়েছেন তিলক।
  • ৫) অরেঞ্জ ক্যাপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে আপাতত ৫ নম্বরে রয়েছে পঞ্জাব কিংসের ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। এ বারের আইপিএলে এখনও অবধি ৯টি ম্যাচে খেলে ৩০৭ রান করেছেন ধাওয়ান। সর্বোচ্চ ৮৮* রান।

আরও পড়ুন: IPL 2022 Points Table: সুপার সানডের ডাবল ধামাকার আগে দেখে নিন লিগ টেবলে কোন দল রয়েছে কোথায়

আরও পড়ুন: IPL 2022 SRH vs CSK Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ

আরও পড়ুন: IPL 2022 DC vs LSG Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ

Leave a Reply