IPL 2022: রিঙ্কু-রানার ব্যাটে ভর করে ৫ ম্যাচ পর জয়ের মুখ দেখল কেকেআর
টানা ৫ ম্যাচে হারের পর ওয়াংখেড়েতে আইপিএলের (IPL 2022) ম্যাচে আজ রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) হারিয়ে জয়ের খরা কাটাল কেকেআর। একই সঙ্গে নাইটরা জিইয়ে রাখল প্লে-অফের আশাও।
রাজস্থান রয়্যালস ১৫২-৫ (২০ ওভারে)
কলকাতা নাইট রাইডার্স ১৫৮-৩ (১৯.১ ওভারে)
মুম্বই: অবশেষে জয়ের দেখা পেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ওয়াংখেড়েতে আইপিএলের (IPL 2022) ম্যাচে আজ রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) হারিয়ে জয়ের খরা কাটাল কেকেআর। একই সঙ্গে নাইটরা জিইয়ে রাখল প্লে-অফের আশাও। রিঙ্কু সিং (Rinku Singh) ও নীতিশ রানার (Nitish Rana) জুটিতে ভর করে ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল কিং খানের দল। অন্যদিকে পরপর দুটো ম্যাচে হারল সঞ্জুর পিঙ্ক আর্মি। খুব যে আহামরি রান উঠেছিল আজ, তা বলা যায় না। নাইটদের বোলিং বিভাগ আজ তাদের কাজটা ঠিক মতো করে দিয়েছিলেন। বাকি কাজটা দায়িত্ব নিয়ে করে গেলেন কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়স থেকে রানা-রিঙ্কুরা।
টসে জিতে ওয়াংখেড়েতে রাজস্থানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন শ্রেয়স। তবে আজ পিঙ্ক আর্মির ওপেনিং জুটিকে জমাট হতে দেননি উমেশ-সাউদিরা। শুরু থেকেই রাজস্থানের ব্যাটারদের ওপর চাপ ধরে রাখেন মাভিরা। তৃতীয় ওভারের প্রথম বলেই দেবদত্ত পাড়িক্কালের উইকেট তুলে নেন উমেশ যাদব। ২ রানে ফেরেন দেবদত্ত। এরপর অরেঞ্জ ক্যাপের মালিক জস বাটলারের সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু। প্রথম উইকেট হারানোর পর বেশ ধীর গতিতেই এগোতে থাকে রাজস্থান। তবে উইকেট না হারালেও রানও খুব বেশি তুলতে পারছিল পিঙ্ক আর্মি। ১০ ওভারের মধ্যে বাটলারকে ফেরান টিম সাউদি। ২২ রান করে মাঠ ছাড়েন বাটলার। জসি ফিরলে করুণ নায়ারের সঙ্গে জুটি বাঁধেন সঞ্জু। ১৫ ওভারের মধ্যে করুণকে (১৩) ফেরান নাইট জার্সিতে অভিষেক হওয়া অনুকূল রায়। বাউন্ডারি লাইনের সামনে দারুণ ক্যাচ নেন রিংকু সিং। ১৯ রান করে ফেরেন রিয়ান পরাগ।
Nitish Rana with a maximum to finish it off as @KKRiders win by 7 wickets and add two much needed points to their tally.
Scorecard – https://t.co/fVVHGJTNYn #KKRvRR #TATAIPL pic.twitter.com/cEgI86p4Gn
— IndianPremierLeague (@IPL) May 2, 2022
পরপর উইকেট হারাতে থাকলেও সঞ্জু দীর্ঘসময় ক্রিজে ছিলেন। তবে সেই অর্থে খুব বড় রান তুলতে পারেননি তিনিও। হাফসেঞ্চুরির পরই উইকেট দিয়ে বসেন সঞ্জু। ৪৯ বলে ৫৪ রান করেন রাজস্থানের অধিনায়ক। শেষ বেলায় রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ক্যামিও খেলে যান ক্য়ারিবিয়ান তারকা শিমরন হেটমায়ার। ১৩ বলে ২৭ রানের অপরাজিত ইনিংস খেলেন হেটমায়ার। ৬ রানে নট আউট থাকেন অশ্বিনও। শেষ বেলার এই জুটিতে ভর করে কেকেআরকে দেড়শোর ওপর টার্গেট দেয় রাজস্থান।
১৫৩ রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে পিঙ্ক আর্মির বিরুদ্ধে ২ পয়েন্ট তুলে মাঠ ছেড়েছেন শ্রেয়সরা। রাজস্থানের মতোই কেকেআরের ওপেনিং জুটিও আজ ছিল নিস্প্রভ। চতুর্থ ওভারেই অ্যারন ফিঞ্চকে ফেরান কুলদীপ সেন। ৪ করে ফেরেন ফিঞ্চ। পাওয়ার প্লে-র মধ্যে বাবা ইন্দ্রজিতের উইকেট তুলে নেন প্রসিধ কৃষ্ণা। এরপর নীতিশ রানার সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন নাইট নেতা শ্রেয়স। তৃতীয় উইকেটে ওঠে ৬০ রান। নাইটদের বিরুদ্ধে সেই অর্থে দাগ কাটেনি রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহালের বোলিং। ১৩তম ওভারে এসে ট্রেন্ট বোল্টের শিকার হন শ্রেয়স। হতাশ হয়ে ৩৪ রান করে মাঠ ছেড়ে যান তিনি। তবে তখনও নাইটদের জয়ের আশা শেষ হয়ে যায়নি। ক্রিজে তখনও ছিলেন নীতিশ রানা। তাঁর সঙ্গে চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন রিঙ্কু সিং। ২৩ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের সেরার পুরষ্কার ঝুলিতে ভরেছেন রিঙ্কু। ৪৮ রানে নট আউট থাকেন রানাও। ৫ বল বাকি থাকতেই জয়ের উচ্ছ্বাসে মেতে ওঠে বেগুনি শিবির। এই ম্যাচে জিতে লিগ টেবলে একধাপ উঠে এল নাইটরা এবং প্লে-অফের আশাও বেঁচে রইলো কেকেআরের।
A well deserved Player of the Match award for Rinku Singh for his brilliant knock of 42* as #KKR win by 7 wickets.#TATAIPL #KKRvRR pic.twitter.com/TFTEb3QHnh
— IndianPremierLeague (@IPL) May 2, 2022
সংক্ষিপ্ত স্কোর: রাজস্থান ১৫২-৫ (সঞ্জু স্যামসন ৫৪, শিমরন হেটমায়ার ২৭*, টিম সাউদি ২-৪৬, উমেশ যাদব ১-২৪)। কলকাতা ১৫৮-৩ (নীতিশ রানা ৪৮*, রিঙ্কু সিং ৪২* শ্রেয়স আইয়ার ৩৪, ট্রেন্ট বোল্ট ১-২৫, প্রসিধ কৃষ্ণা ১-৩৭, কুলদীপ সেন ১-২৮)।